প্রতিনিধি
১৮ দলীয় জোট তথা বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়ার ডাকা মার্চ ফর ডেমোক্রেসিতে বিএনপি কার্যালয়ের নয়া পল্টনে সমাবেশে পুলিশের বাঁধা দেয়ায় চাঁদপুরে বিভিন্ন এলাকায় ও শহরের চিত্রলেখা মোড়, কলেজ গেইট এলাকায় পিকেটাররা বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে। এসময় একটি পাথর বোঝাই ট্রাকের চালককে মারধর করে গাড়িটি ভাংচুর করে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। গতকাল ২৯ ডিসেম্বর রোববার বিকেল ৫টায় শহরের কুমিল্লা রোডে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপি-জামায়াত শিবিরের কর্মীরা লাটিসোঠা নিয়ে জিয়া হোস্টেল এলাকা থেকে বের হয়ে প্রথমে এসএ পরিবহনের (ঢাকা মেট্রো-অ ১৪-১৬৮৭) একটি কাভার্ড ভ্যানটি ভাংচুর করে। এরপর দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকা অফিসের সামনে এক প্রতিবন্ধীর সিএনজি (নারায়নগঞ্জ-থ ১১-০৪৮১) গাড়িটি ভাংচুর করে। পরক্ষণেই চাঁদপুর সরকারি কলেজ গেইটের সামনে থামানো একটি পাথর বোঝাই (ঢাকা মেট্রো-ট ১৪৯২৫৮) নামে একটি ট্রাক ভাংচুর করে আগুন লাগিয়ে দেয়। স্থানীয়রা দ্রুত কলে পাইপ লাগিয়ে পানি ছিটিয়ে দগ্ধ হওয়া গাড়িটির আগুন নিভিয়ে ফেলে। এসময় গাড়ি চালক মোঃ মোস্তফা জানায়, সিলেট থেকে গাড়ি বোঝাই করে পাথর নিয়ে চাঁদপুরে এসে কলেজের সামনে রেখে মাল আনলোড করার সময় ৪-৫ জন যুবক লাটিসোঠা নিয়ে গাড়ি ভাংচুর করে। তারা পেট্রোল ঢেলে আগুন দেয়ার সময় দু’হাত ধরে অনুরোধ করলে লাটি দিয়ে মারধর করে রাস্তায় ফেলে দেয়। তারা ট্রাকে আগুন জ্বালিয়ে দিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে মডেল থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।
শিরোনাম:
বৃহস্পতিবার , ৭ ডিসেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ , ২৩ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।