স্টাফ রিপোর্টার : চাঁদপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে ৮ আসামীকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।১১ ডিসেম্বর বুধবার এসব মামলার রায় দেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নূরে আলম।
এ বিষয়টি নিশ্চিত করে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মামুন মিয়া ও প্রসেস সার্ভার মোঃ সাইফুল ইসলাম জানান,চাঁদপুর সদরের জি আর ৮/১৭ এর মাদক মামলায় মধ্য তরপুরচন্ডী গাজী বাড়ীর নুরুল ইসলাম গাজীর ছেলে শরিফ গাজী(৩৫) খালাস পেয়েছে।
একই সাথে দাসদীর গফুর খানের বাড়ির মৃত আব্দুল আউয়াল মালের ছেলে ফারুক মাল(৩৪) কে ১ বছর ৬ মাসের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ডসহ ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।শাহারাস্থির জিআর ৫৪/১৭ এর মাদক মামলায় সোনাচৌ এর মিজিবাড়ীর আব্দুল মোমিনের ছেলে আল আমিন(৪২) এবং হাজীগঞ্জ থানাধীন টোরাগর সরকার বাড়ীর আশু কাজীর ছেলে শাহাদাৎ কাজী(২৭) কে ১ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ডসহ অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
তারা আরো জানান,চাঁদপুর সদর থানার জিআর ১৭৫/১৭ মামলায় গুয়াখোলার মৃত ফজল হকের ছেলে মোঃ মাছুম হোসেন(৩০) কে ১ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম করাদন্ড দেওয়া হয়।মামলার অন্য আসামী ১৪নং রেলওয়ে কোয়ার্টারের নারায়ন চন্দ্র দে এর ছেলে সুমন চন্দ্র দে(২৭) ও জামতলার খোকন ঢালীর ছেলে হুমায়ন কবির(৩০) এর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে খালাস প্রদান করা হয়।
ফরিদগঞ্জের জিআর ৯২/১২ মারামারি এর মামলায় প্রত্যাশী গ্রামের মৃত আব্দুল ওয়াদুদের ছেলে শাহজাহান পাটোয়ারী সাজু(৫২) কে ৩২৩ ধারা অপরাধ প্রমাণিত হওয়ায় ১ বছরের সশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।এই মামলায় প্রত্যাশী গ্রামের অন্য ৪ আসামী ছেরাজুল হক মুন্সীর ছেলে মামুন(৩৯), মৃত আব্দুল ওয়াদুদের ছেলে নাছির(২৯), শাহজাহান সাজুর ছেলে মোঃ সুমন(২৭) ও ইলিয়াস পাটোয়ারীর স্ত্রী শীল্পি বেগম(৩২) কে খালাস অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস প্রদান করা হয়।চাঁদপুর সদরের জিআর ৩১৩/১৮ এর মারামারি মামলায় ৩২৩ ধারায় উত্তর ইচুলী আহম্মদ গাজী বাড়ীর মৃত সুলতান গাজীর ছেলে মনির হোসেন(৪১), মুক্তার হোসেন (৩১) ও তাবারক উল্লা(৪৬) কে ৬ মাসের সশ্রম কারাদন্ড ও প্রত্যেককে ১ হাজার টাকা সহ অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
এই মামলার অপর আসামী শাহিনুর বেগম(৪১) ও হাসান গাজী(২১) কে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস প্রদান করা হয়।