চাঁদপুরে চুরি ও ছিনতাইয়ের ঘটনা অহরহ বেড়েই যাচ্ছে। অবশেষে চুরির কবলে চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক ফিরোজ। গতকাল ৩ সেপ্টেম্বর বুধবার রাতে এসআই ফিরোজ ডিউটি থাকাবস্থায় থানার বাহিরে অবস্থান করলে সুযোগ বুঝে চোর চক্ররা চৌধুরী ঘাট হোটেল শ্যামলীতে তার কক্ষে জানালার গ্রীল ভেঙ্গে মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।
জানা যায়, চৌধুরী ঘাট এলাকার চিহ্নিত চোর চক্ররা গভীর রাতে শ্যামলী হোটেলের দ্বিতীয় তলায় প্রবেশ করে। মডেল থানার এসআই ফিরোজ দীর্ঘদিন যাবৎ শ্যামলী হোটেলে ভাড়া নিয়ে একা বসবাস করে আসছে। ঘটনার দিন রাতে চোরচক্র তার কক্ষের গ্রীল ভেঙ্গে ভেতরে ঢুকে ডেল কোম্পানীর একটি ল্যাপটপ, ৩টি মোবাইল, ২টি মডেম, একটি টিভি কার্ড, একটি সানগ্লাস ও অন্যান্য সামগ্রী চুরি করে হোটেলের পেছন দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে না পারলেও চুরির সাথে জড়িতদের সনাক্ত করতে সক্ষম হয়েছে।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।