ফাহিম শাহরিন কৌশিক:-
চাঁদপুরে চুরি, ছিনতাই, নাশকতা ও রাজাহানী দিন দিন বেড়েই যাচ্ছে। রাজনৈতিক কোন্দল, মাদকের টাকা যোগান ও জমি সংক্রান্ত বিরোধের কারণে আইন শৃঙ্খলা অবনিতর দিকে ধাবিত হচ্ছে। গভীররাতে শহরের চুরি, ছিনতাই বেড়ে যাওয়ায় পুলিশ প্রসাশন সন্দেহভাজন ব্যক্তিদের আটক করলেও রাজনৈতিক তদবিরে অবশেষে তারা ছাড়া পায়। অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ায় চাঁদপুরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ হিমসিম খাচ্ছে। সম্প্রতিকালে চাঁদপুরের ৩ আসনের এমপি ডাঃ দিপু মনি সহ সাধারণ মানুষের বাসবভন থেকে চুরির ঘটনা সংগঠিত হওয়ায় নিরাপত্তা হিনতায় সবাই ভুগছে। অবশেষে পুলিশ সুপার আমির জাফরের নির্দেশে মডেল থানা পুলিশ গভীরাতে অভিযান চালিযে গত দুই দিন যাবত সন্দেহভাজন ডজন খানিক ব্যক্তিদের আটক করে জেল হাজতে প্রেরণ করেছে। পুলিশ সূত্রে জানাযায়, শহরের চুরি, ছিনতাই নিয়ন্ত্রনে, ঊধ্বর্তন কর্তৃপরে নির্দেশে গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। রাত্র ১২টার পর থেকে যেসব ব্যক্তিরা শহরে প্রধান প্রধান সড়ক ও পাড়া-মহল্লায় ঘুরা ফেরা করবে মূলত তাদেরকে সন্দেহভাজন হেসেবে পুলিশ আটক করবে। রাজনৈতিক কোন ধরনের তদবির তাদেরকে ছাড়া হবে না। রাজনৈতিক কোন্দলে এদানিং কালে রাহাজানি ও সংঘর্ষ বৃদ্ধি পাচ্ছে। রাতে যুবলীগ নেতাকে কুপিয়ে রক্তাক্ত যখম করার ঘটনার পর দলমত নির্বিশেষে পুলিশ অবশেষে এইভাবে রাতে অভিযান চালিয়ে সন্দেহভাজন ব্যক্তিদের আটক করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ল্েয পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।