চাঁদপুর : চাঁদপুরে গত তিন দিনে স্থানীয় জামায়াত নেতা অন্তত ১৬৪ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে গত বুধবার ৫১জন, বৃহস্পতিবার ৬২ জন এবং বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত আরো ৫১ জনকে আটক করা হয়। এর মধ্যে চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, ওয়ারেন্টভুক্তসহ বিভিন্ন মামলার পলাতক আসামি এবং বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে ওইসব ব্যক্তিদের আটক করে পুলিশ।
এদিকে চাঁদপুরের শাহরাস্তি পৌর জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমানসহ (৩৫) বিভিন্ন মামলার ৫১ জনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম বলেন, শাহরাস্তি পৌর আমির মিজানুর রহমানকে নিজমেহার এলাকার বাড়ি থেকে আটক করা হয়। অন্যদের বিভিন্ন উপজেলা থেকে আটক করা হয়। অন্য আটকদের মধ্যে চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, ওয়ারেন্টভুক্তসহ বিভিন্ন মামলার পলাতক আসামি রয়েছেন।
চাঁদপুর নিউজ সংবাদ