চাঁদপুর নিউজ রিপোর্ট
চাঁদপুর জেলায় বর্তমানে সর্বমোট ভোটার হচ্ছে ১৬ লাখ ৩০ হাজার ১শ’ ৫৮ জন। ২০১৪ সালে ভোটার তালিকা হালনাগাদ করার আগে এ সংখ্যা ছিলো ১৫ লাখ ৩২ হাজার ৯শ’ ৮৯। হালনাগাদ ও রিভাইজিং কার্যক্রম শেষে জেলায় মোট ভোটার বেড়েছে ৯৭ হাজার ১শ’ ৬৯। গত ২ ফেব্রুয়ারি সোমবার জাতীয়ভাবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়। সে সুবাদে চাঁদপুর জেলায় বর্তমানে মোট ভোটার সংখ্যা জেলা নির্বাচন অফিস থেকে জানা গেলো।
২০১৪ সালের মে থেকে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু হয়ে নভেম্বর পর্যন্ত চলে। এর আগে চাঁদপুর জেলায় মোট ভোটার ছিলো ১৫ লাখ ৩২ হাজার ৯শ’ ৮৯। মে থেকে নভেম্বর পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমকালে চাঁদপুর জেলায় ভোটার তালিকায় নূতন করে অন্তর্ভূক্ত হয় ৯৫ হাজার ৯শ’ ৯৯ জন। নভেম্বর শেষে মোট ভোটার সংখ্যা হয় ১৬ লাখ ২৮ হাজার ৯শ’ ৮৮। এরপর চলতি বছরের ২ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত রিভাইজিং অথরিটির কার্যক্রম চলে। এ কার্যক্রমে আরো ১ হাজার ১শ’ ৭০ জন নূতন ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হয়। সবশেষে চূড়ান্ত ভোটার সংখ্যা হচ্ছে ১৬ লাখ ৩০ হাজার ১শ’ ৫৮। এর মধ্যে পুরুষ ভোটার ৮ লাখ ২৪ হাজার ৫শ’ ৪১, আর মহিলা ভোটার ৮ লাখ ৫ হাজার ৬শ’ ১৭।
উপজেলা ভিত্তিক এই ভোটার সংখ্যা হচ্ছে :
চাঁদপুর সদর : মোট ভোটার ৩ লাখ ১৫ হাজার ১শ’ ৪৫, পুরুষ ১ লাখ ৬২ হাজার ৭শ’ ৯৯ ও মহিলা ১ লাখ ৫২ হাজার ৩শ’ ৪৬;
মতলব উত্তর : মোট ভোটার ২ লাখ ১২ হাজার ৮শ’ ১২, পুরুষ ১ লাখ ৬ হাজার ৬শ’ ১০ ও মহিলা ১ লাখ ৬ হাজার ২শ’ ২;
মতলব দক্ষিণ : মোট ভোটার ১ লাখ ৪৬ হাজার ২শ’ ৪, পুরুষ ৭৩ হাজার ৬শ’ ৫০ ও মহিলা ৭২ হাজার ৫শ’ ৫৪;
হাইমচর : মোট ভোটার ৭৩ হাজার ৬শ’ ১৭, পুরুষ ৩৭ হাজার ৯শ’ ৭২ ও মহিলা ৩৫ হাজার ৬শ’ ৪৫;
কচুয়া : মোট ভোটার ২ লাখ ৩৯ হাজার ৭শ’ ৮৫, পুরুষ ১ লাখ ২০ হাজার ৪শ’ ৫ ও মহিলা ১ লাখ ১৯ হাজার ৩শ’ ৮০;
শাহ্রাস্তি : মোট ভোটার ১ লাখ ৫০ হাজার ৫৫, পুরুষ ৭৩ হাজার ৯শ’ ৮ ও মহিলা ৭৬ হাজার ১শ’ ৪৮; হাজীগঞ্জ : মোট ভোটার ২ লাখ ১৪ হাজার ৯৮, পুরুষ ১ লাখ ৮ হাজার ৩শ’ ৬২ ও মহিলা ১ লাখ ৫ হাজার ৭শ’ ৩৬;
ফরিদগঞ্জ : মোট ভোটার ২ লাখ ৭৮ হাজার ৪শ’ ৪২, পুরুষ ১ লাখ ৪০ হাজার ৮শ’ ৩৫ ও মহিলা ১ লাখ ৩৭ হাজার ৬শ’ ৭।
চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আতাউর রহমান জানান, চাঁদপুর জেলায় যে ৯৭ হাজার ১শ’ ৬৯ জন নূতন ভোটার হয়েছে তারা নূতন আইডি কার্ড পাবেন।