স্টাফ রিপোর্টার:
মাইডাস ফাইন্যান্সিং কোম্পানির চেক প্রতারণা মামলায় হাজীগঞ্জের আবুল কালামকে ১ বছরের সশ্রম কারাদ- ও নগদ অর্থ জরিমানা করেছে চাঁদপুরের আদালত। গতকাল সোমবার দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ মামুনুর রশিদ এ রায় প্রদান করেন। মামলা নং-৯৫/১৪।
জানা গেছে, হাজীগঞ্জের হলুদপট্টি এলাকার ব্যবসায়ী আবুল কালাম তার ব্যবসা প্রতিষ্ঠানের জন্যে মাইডাস ফাইন্যান্সিং কোম্পানীর কাছ থেকে ৫ লাখ ৫৬ হাজার ৪শ’ ৮৭ টাকা নেন। এই টাকা কিস্তির মাধ্যমে পরিশোধ করবেন বলে তিনি মাইডাস কোম্পানিকে হাজীগঞ্জ ইসলামী ব্যাংক শাখার একটি চেক প্রদান করেন। যার হিসাব নং-১৪১৭। কোম্পানী ব্যাংক থেকে টাকা উত্তোলন করার জন্যে ব্যাংকে গেলে চেকটি ডিজঅনার করে ব্যাংক কর্তৃপক্ষ। এরপর ওই কোম্পানী চাঁদপুর আদালতে পাওনাদার ব্যবসায়ী আবুল কালামের বিরুদ্ধে চেক প্রতারণার মামলা দায়ের করেন। গতকাল ছিলো এই মামলার রায়ের দিন। আদালত এই রায়ে আসামী আবুল কালামকে ১ বছরের সশ্রম কারাদ- ও অনাদায়ে ৫ লাখ ৫৬ হাজার ৪শ’ ৮৭ টাকা জরিমানা করেন।