স্টাফ রিপোর্টার:
এসআই মোঃ আহসানুজ্জামান লাবু সঙ্গীয় ফোর্সদের সহায়তায় গত ২৫ এপ্রিল বিকেল ৬টায় চেয়ারম্যানঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মোস্তফা প্রধানিয়া (৪২), পিতা-মৃতঃ জাফর প্রধানীয়া, সাং-উপাদি, থানা-মতলব দক্ষিণ, জেলা-চাঁদপুর বর্তমানে জিটি রোড উত্তর (ফারুকের বাসার ভাড়াটিয়া), থানা ও জেলা-চাঁদপুরকে গ্রেফতার করেন। মোস্তফা দীর্ঘদিন যাবৎ পুলিশের চোখকে ফাঁকি দিয়ে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে আসছিল। মোস্তফাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় যে, জিটি রোডের বড় মাদক ব্যবসায়ী খোরশেদ হাওলাদারের কাছ থেকে পাইকারী দামে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে ঘটনাস্থলে বিক্রয় করছিলো। ধৃত আসামী প্রায় সময় পলাতক আসামী খোরশেদের কাছ থেকে পাইকারী দামে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে ঘটনাস্থল সহ আশপাশ এলাকায় খুচরা দামে বিক্রি করে।