শাহরিয়ার কৌশিক খান ॥
২০ দলীয় জোট তথা বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়ায়াকে তার বাসা অবরুদ্ধ করার প্রতিবাদে সারা দেশের ন্যায় চাঁদপুর শহরের ভিবিন্ন জায়গায় বিুদ্ব নেতাকর্মীরা অর্ধশতাধীক গাড়ি ভাংচুর, ককটেল বিস্ফোরন ও মালবাহী ট্রাকে অগ্নিসংযোগ করেছে। এ ঘটনায় পুলিশ সদর উপজেলা শাহমোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান স্বপন মাহমুদ সহ ৬শতাধিক ব্যক্তিকে বিবাদী করে পুলিশ ৫টি মামলা দায়ের করেন।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় মডেল থানার উপ-পরিদর্শক আবু সাঈদ বাবুরহাট এলাকায় অভিযান চালিয়ে খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক জুুনায়েদ হাসান মোক্তার (৪০) কে আটক করে থানায় নিয়ে আসে। জানা যায়, গত সোমবার ২০ দলীয় জোটের নেতাকর্মীরা চাঁদপুর শহরের নতুনবাজার বাগাদী রোড, ছায়াবানী, চিত্রলেখা, পুরানবাজারের লোহারপুল, রঘুনাথপুর, বাবুরহাট সহ সদর উপজেলার ঘোষেরহাট, কুমরাডুগী, বাগাদী, গাছতলা এলাকায় প্রায় অর্ধশতাধিক সি.এন.জি অটোরিক্সা ট্রাক ভাংচুর করে। পিকেটারা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে। সোমবার ঘোষেরহাটে মালবাহী ট্রাকে প্রেটোল ঢেলে আগুন লাগিয়ে দেয় ও পিকেটারদের ধাওয়া খেয়ে সি.এন.জি রাস্তার খাদে পড়ে গিয়ে যাত্রী শাহরাস্তি উপজেলার চিতোষী ইউনিয়নের বড়লিয়া গ্রামের মৃত রমেশ চন্দ্র চক্রবর্তীর ছেলে রিপ্রেজেন্টিভ অলক চক্রবর্তী মারাত্মক আহত হয়ে ঢাকায় নেয়ার পথে মারা যায়। শহরের কদমতলা ছাত্রদলের নেতাকর্মীরা সেভেনষ্টার ট্রান্সপোর্টের একটি কাভার্ড ভ্যান ভাংচুর করে মালামাল লুট করে নিয়ে যায়। এঘটনায় ট্রান্সপোর্ট কর্তৃপ সফিক বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়ের করে। সে ঘটনায় মডেল থানার তদন্তকারী কর্মকর্তা আরিচুল হক সি.এস.ডি গোডাউনের সামনে থেকে রাজিব নামের এক যুবককে আটক করে আদালতে প্রেরণ করে।
পুলিশ সূত্রে জানা যায়, বিএনপি, জামাত শিবির চাঁদপুরে নৈরাজ্য সৃষ্টি করার জন্য ব্যাপক ভাংচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। পুলিশ গত সোমবার শাহমোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান স্বপন মাহমুদ কে প্রধান আসামী করে মোট ৪টি মামলা দায়ের করে। পুলিশ বাদি হয়ে গতকাল মঙ্গলবার আরেকটি মামলা সহ মোট ৫টি মামলা প্রায় ৬শতাধিক ব্যক্তিকে আসামী করে মামলা দায়ের করে। গতকাল ঘোষেরহাটে গাড়ি পেড়ানো মামলার আসামী পুলিশ বাবুরহাট মোড় থেকে খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মোক্তার কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। গত সোমবারের ন্যায় মঙ্গলবার সন্ধার ৭টায় পুরানবাজার রঘুনাথপুর ভাঙ্গাপুলের কাছে পিকেটারটা একটি সিএনজিতে আগুন লাগিয়ে দেয়। এছাড়া বিএনপির বিুব্ধ নেতাকর্মীরা শহরের বিভিন্ন জায়গায় বেশ কিছু গাড়ি ভাংচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশের বেশ কয়েকটি টহল টিম অভিযান অব্যাহত রেখেছে। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাইয়ুম জানায়, পুলিশের দায়েরকৃত ৫টি মামলায় যাদেরকে আসামী করা হয়েছে তাদেরকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।