স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের হাকিম প্লাজায় চোরাই মোটর সাইকেলের টাকার ভাগ নিয়ে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন পলাশ (২৫) নামে এক যুবক। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার রাত সাড়ে ৯টায়। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, কোড়ালিয়া এলাকায় বসবাস করে পলাশ, রুবেল ঢালী ও মোস্তফা ঢালী গং। তাদের মধ্যে বেশ কিছুদিন ধরেই টাকা ভাগাভাগি নিয়ে কথা কাটাকাটি চলছিল। প্রত্যক্ষদর্শীরা আরো জানান, অনেকদিন আগে শহরের একটি এলাকার চোরাই মোটর সাইকেলের টাকা ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। গতকাল রোববার রাতে হাকিম প্লাজার দোতলায় একা দাঁড়িয়ে ছিলেন পলাশ। এ সময় মোস্তফা ঢালী ও রুবেল ঢালীসহ ১৪ থেকে ১৫ জনের একটি গ্রুপ তার উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হাকিম প্লাজার দোতলায় স্যামসাং স্মার্ট ফোন দোকানের সামনে তাকে দা দিয়ে মাথায়, হাতে ও পিঠে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে। তার শরীরের রক্তে পুরো মার্কেটের দোতলার একাংশ রক্তাক্ত হয়ে যায়। খবর পেয়ে মডেল থানার এসআই আজাদ, এসআই রাজীবসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হন। এর আগেই অস্ত্রধারীরা পালিয়ে যায়। গুরুতর আহত পলাশকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রাথমকিভাবে চিকিৎসা শেষে ঢাকা প্রেরণ করা হয়। হাকিম প্লাজার মালিক পক্ষের কর্ণধার অ্যাডঃ মোস্তফা কামালের সাথে আলাপকালে তিনি জানান, বহিরাগতদের হামলায় দোকান ভাংচুর হয়েছে। যাদের মধ্যে সংঘর্ষ হয়েছে তারা কেউই মার্কেটের নয়।
ঘটনাস্থলে যাওয়া চাঁদপুর মডেল থানার এসআই আজাদ বলেন, আমরা ওসির নির্দেশ পেয়ে এসেছি। আমরা এসে মার্কেটের গেট বন্ধ পাই। ভেতরে অনেক লোক ছিলো। এখান থেকে চাপাতি ও কিছু জুতা উদ্ধার করা হয়। আমরা শুনেছি পলাশ নামে এক যুবক আহত হয়েছে।
উল্লেখ্য, এ ঘটনার পর থেকেই পুরো শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। স্থানীয় এলাকাবাসী মনে করছেন, যে কোনো সময় শহরে ঘটতে পারে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ।