স্টাফ রিপোটাঁর ॥ চাঁদপুর পুরানবাজারে চোর অপবাদ দিয়ে ২ যুবককে পিটিয়ে রক্তাক্ত জখম করে রাস্তায় ফেলে দেওয়ার ঘটনায় এলাকায় তোলপার সৃষ্টি হয়েছে। গুরুত্তর আহত নাছির চিকিৎসার অভাবে চাঁদপুর সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লরছে। এ ঘটনায় নাছিরের স্ত্রী বাদি হয়ে ৭ জনের নাম উল্ল্যেখ অজ্ঞাত ৮ জনকে আসামী করে চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করে।
৬ দিন যাবত চিকিৎসাধীন থাকার পরও সুস্ত না হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করেন। আর্থিক অনটনের কারনে ঢাকায় না নিতে পারায় সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এদিকে হামলাকারীরা চিকিৎসার সব খরচ চালানোর অঙ্গিকার করলেও তারা এখন পর্যন্ত কোন খোজ খবর না নিয়ে টালবাহানা শুরু করছে। শনিবার চাঁদপুর মডেল থানায় হামলাকারী পুরানবাজার যুগি পট্টি মোহাম্মদ আলী কুট্টি,রহমান হাওলাদার,সহ ৭ জনের নাম উল্লেখ্য করে মামলা দায়ের করলে তার ক্ষিপ্ত হয়ে বাদীকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। উল্লেখ্য,গতকাল রবিবার বিকেলে নাছির (৩০) ও মনিরুল (২২) কে গুরতর আহত অবস্থায় রাস্তা থেকে কুড়িয়ে এলাকাবাসী চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে এনে ভর্তি করায়। পুরানবাজারের ব্যবসায়ি রহমান হালদারের বোনের বাড়িতে চুরির করার অপবাদে নাছির ও মনিরুলকে রবিবার সকাল ৮টায় ডাকাতিয়া নদীর পাড় থেকে রহমান হালদারের নির্দেশে তার ভাই কুট্টি ধরে নিয়ে আসে। সকাল থেকে বিকেল পর্যন্ত রহমান হালদারের বাড়িতে মুখে কাপড় বেধে জিআই পাইপ, রড দিয়ে রক্তাক্ত জখম করে। পরে ব্লেট দিয়ে শরীর কেটে লবন মরিচ লাগিয়ে দেয়। এছারা নাছির ও মনিরুলের চোখ উপরে নিতে রড দিয়ে চেষ্টা চালায়। পরে প্রায় ৫ ঘন্টা অমানবিক অত্যাচারের পর পুরানবাজার নতুন রাস্তা এলাকায় ফেলে চলে যায়। পরে আহতদের মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করায়। এসময় এলাকাবাসী নির্যাতনকারীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে।