বারগো মিডিয়া লিঃ-এর মালিকানাধীন বেসরকারি টিভি চ্যানেল �চ্যানেল নাইন�-এর চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক নাসির উদ্দিন পাঠান। গত ২৭ জানুয়ারি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) জামিল আহমেদ খান এনডিসি, পিএসসি রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল নাইনের কার্যালয়ে সারা দেশের ৬২জন জেলা প্রতিনিধির হাতে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র তুলে দেন। এর আগে নিয়োগপ্রাপ্ত জেলা প্রতিনিধির জন্য আয়োজন করা হয় দু� দিনের প্রশিক্ষণের। নাসির উদ্দিন পাঠান ১৯৯৮ সালে সর্বপ্রথম চাঁদপুর কণ্ঠের ফরিদগঞ্জ প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন। এরপর ১৯৯৯ সালে দৈনিক আজকের কাগজে উপজেলা প্রতিনিধি হিসেবে যোগ দেন। বর্তমানে তিনি দৈনিক সমকাল পত্রিকার ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি ও চাঁদপুর প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত আছেন। এছাড়াও তিনি চাঁদপুর প্রবাহের নিজস্ব প্রতিবেদক হিসেবে বেশ কিছু দিন কাজ করেন ।
আগামী সপ্তাহের দিকে বিনোদন থেকে একটি সংবাদ ভিত্তিক চ্যানেলে পরিণত হওয়া চ্যানেল নাইন (নিউজ নাইনে) দায়িত্ব পালন করতে গিয়ে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন নাসির উদ্দিন পাঠান ।