ফরিদগঞ্জ(চাঁদপুর) : ফরিদগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদলের পরিচিতি সভা ও সদস্য ফরম বিতরনী অনুষ্ঠিত হয়েছে। ফরিদগঞ্জ উপজেলা বিএনপি’র সমন্বয়ক আলহাজ¦ এম এ হান্নানের বাড়ীতে শনিবার (২৭মার্চ) দুপুরে ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান মঞ্জুর সভাপতিত্বে, পৌর ছাত্রদলের আহবায়ক আল আমিন মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব এম এ হান্নান বলেন, তৃনমূল সাজিয়ে এবং নিয়মতান্ত্রিক শক্তি বৃদ্ধি করে রাজনীতি করতে চাই। সবাইকে সাথে নিয়ে মানুষের কল্যানে রাজনীতি ফরিদগঞ্জবাসীকে উপহার দিতে চাই।
তিনি আরো বলেন, আমি দশ বছর রাজনীতির পদ-পদবী থেকে দূরে থাকলেও দল এবং ফরিদগঞ্জের মানুষকে ছেড়ে কোথায়ও যাইনি। বরং রাজনিতীর বাইরে থাকলেও ফরিদগঞ্জ গনমানুষের কল্যানে কাজ করেছি। মানুষের পাশে থেকে আত্মার বন্ধর দৃঢ় করার চেষ্টা অব্যাহত রেখেছি। এসময় তিনি নেতা কর্মীদের সাথে নিয়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে গনতন্ত্র ফিরিয়ে আনতে লড়াই করার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী, সাধারন সম্পাদক এইচ এম ইসমাইল পাটওয়ারী, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মফিজুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলাল, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু জাফর খসরু মোল্লা, সাংগঠনিক সম্পাদক ডাঃ আবুল কালাম আজাদ, আবদুল খালেক পাটওয়ারী, পৌর বিএনপির সভাপতি আমানত গাজী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন প্রমুখ।
চাঁদপুরনিউজ/এমএমএ/