প্রতিনিধি
বোনের বাসার ছাদে মোবাইলে কথা বলার সময় বৈদ্যুতিক লাইনে জড়িয়ে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সামেনা আক্তার রিপা (১৬) নামে এসএসসি পাস করা ছাত্রীর করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার বালিথুবা গ্রামে এই মর্মান্তি দুর্ঘটনা ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, এই তরুণী বালিথুবা এ হামিদ উচ্চ বিদ্যালয় হতে ২০১৪ সালের এসএসসি পরীক্ষায় বাণিজ্য বিভাগ থেকে উর্ত্তীণ হয়। সে উপজেলার সানকিসাইর গ্রামের মোস্তফা কামালের মেয়ে।
সে কলেজে ভর্তি হওয়ার লক্ষ্যে বুধবার স্কুল থেকে প্রয়োজনীয় কাগজপত্র উঠিয়ে বালিথুবা ঈদগাহ সংলগ্ন বোনের বাড়িতে থেকে যায়। বৃহস্পতিবার বোনের বাড়ির ছাদে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলো । কিন্তু অসাবধানতাবশতঃ ভবনের উপর দিয়ে বয়ে যাওয়া পল্লী বিদ্যুতের লাইনে জড়িয়ে বিদ্যুৎর্স্পশে ঘটনাস্থলে মারা যায়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন নয়ন ঘটনাস্থলে এসে শোক সন্তপ্ত পরিবারকে সান্ত¦না দেন এবং দাফনের ব্যবস্থা করেন। বৃহস্পতিবার রাতেই তার গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।