প্রেস বিজ্ঞপ্তি
আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের হযরত পীর ছাহেব কেবলা আলহাজ্ব হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (মাঃ জিঃ আঃ) ২ দিনের সফরে চাঁদপুর আসছেন।
পীর ছাহেবের শুভাগমন উপলক্ষে চাঁদপুর জেলা জমইয়াতে হিযবুল্লাহ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। তন্মধ্যে আগামী ১৫ নভেম্বর শনিবার ফরিদগঞ্জ উপজেলাধীন সন্তোষপুর দরবার শরীফে বেলা ৩টা হতে আলহাজ্ব মাওঃ মোহাম্মদ বিন মোসলেহ উদ্দীন (রহঃ)-এর ঈছালে ছাওয়াব মাহফিল ও জমইয়াতে হিযবুল্লাহ সম্মেলন অনুষ্ঠিত হবে। এছাড়া ২২ নভেম্বর শনিবার চাঁদপুর সদর উপজেলার বাগাদী চৌরাস্তা মাঠে বাদ আছর আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে তাশরীফ আনবেন।
ছারছীনা দরবার কর্তৃক পরিচালিত বাংলাদেশ দীনিয়া বোর্ডের অধীনে চাঁদপুর জেলাধীন সকল দীনিয়া মাদ্রাসার প্রধান ও পরিচালনা কমিটি পর্ষদের সাথে মাদ্রাসার বিষয় তিনি তদারকি করবেন। জেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি হাজী আবদুল আহাদ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওঃ মোঃ সাইফুদ্দীন খন্দকার সংগঠনের সকল নেতা ও দীনদার মুসলমান ভাইদেরকে মাহফিলে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন।