চাঁদপুর: শতাব্দীর ঐতিহ্যবাহী আধ্যাত্মিক প্রাণকেন্দ্র ছারছীনা শরীফের ১৩১ তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল ও জমইয়াতে হিযবুল্লাহ সম্মেলন আগামী ১২, ১৩ ও ১৪ মোতাবেক ২৭, ২৮ ও ২৯ ফালগুন শুক্র, শনি ও রবিবার অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১১ মার্চ) সন্ধ্যা ৬টায় চাঁদপুর পুরাতন লঞ্চ ঘাট থেকে মাহফিলের উদ্দেশ্যে এম ভি পারাাাবত ৮ রিজার্ভ লঞ্চ ছেড়ে যাবে।
১২ মার্চ শুক্রবার বাদ ফজর জিকিরের তালীমের মাধ্যমে আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব কেবলা আলহাজ্ব হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (মাঃজিঃআঃ) ৩ দিনব্যাপী মাহফিলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।১৪ মার্চ বাদ জোহর আখেরী মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হবে। ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাহফিলে ভক্ত মুরিদান ও সংগঠনের নেতৃবৃন্দ আসতে শুরু করেছে।
চাঁদপুর জেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি আলহাজ্ব মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার জানিয়েছেন, প্রতিবছরের ন্যায় এ বছরও ইনশাআল্লাহ এ মাহফিল অনুষ্ঠিত হবে। চাঁদপুর জেলাধীন ছারছীনা ছিলছিলার ভুক্ত, মুরিদানের এ মাহফিলে যাতায়াতের সুবিধার্থে এম ভি পারাবত ৮- লঞ্চ রিজার্ভ করা হয়েছে।
রিজার্ভ লঞ্চে আরোহী যাত্রীদের আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় চাঁদপুর পুরাতন লঞ্চ ঘাটের রিজাভ কৃৃত তো লঞ্চে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মমিনুল ইসলাম খান।
চাঁদপুরনিউজ/এমএমএ/