তলব উত্তর ছেংগারচর ডিগ্রি কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষার কৃষি শিক্ষা ব্যবহারিক পরীক্ষায় ব্যাপক অভিযোগ পাওয়া গেছে। এইচএসসি পরীক্ষার্থী সূত্রে জানা যায়, ছেংগারচর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নেপাল চন্দ্র দেবনাথ ২০১০, ২০১১ ও ২০১২ সালের ব্যবহারিক পরীক্ষার খাতা দিয়ে পরীক্ষা নেন। এছাড়াও ৪০টি খাতা ছাড়া ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করে। কৃষি শিক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২শ’ ৭০ জন। ঐ শিক্ষক প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে সাড়ে ৫শ’ টাকা করে আদায় করেছে। ধার্যকৃত টাকার মধ্যে সীটের জন্য ১শ’ টাকা, খাতা বাবদ ৩শ’ টাকা ও কেন্দ্র ফি বাবদ ১শ’ ৫০ টাকা। মোট ২শ’ ৭০ জন পরীক্ষার্থীর কাছ থেকে সর্বমোট ১ লাখ ৪৮ হাজার ৫শ’ টাকা আদায় করা হয়।
ঐ শিক্ষকের বিরুদ্ধে পরীক্ষার্থীরা অভিযোগ জানালে কলেজের অধ্যক্ষ মোঃ শাহজাহান মিয়া সহকারী অধ্যাপক আলম খানের নেতৃত্বে ৪ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে। কমিটির অপর সদস্যরা হলেন সহকারী অধ্যাপক মকবুল আহমেদ, প্রভাষক গিয়াসবুদ্দিন ও প্রভাষক কামরুল হাসান।
ছেংগারচর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শাহজাহান মিয়া বলেন, গভর্নিং বডির সদস্য ও শিক্ষকরা বসে অভিযুক্ত শিক্ষককে ডেকে প্রথমবারের মতো ক্ষমা করে দেন।
শিরোনাম:
রবিবার , ১৫ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।