রফিকুল ইসলাম বাবু
চাঁদপুরের ছেংগারচর পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা দেয়া হাইকোর্টের রায় স্থগিত করেছে চেম্বার বিচারপতি। এতে একমাত্র প্রার্থী হিসেবে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী। এতে ছেংগারচরে আনন্দ মিছিল আর মিস্টি বিতরন করে আওয়ামীলীগের নেতা-কর্মীরা । আদালতের এ রায়ের ফলে ৩০ ডিসেম্বর এ পৌরসভায় মেয়র পদে আর ভোটগ্রহণ হচ্ছে না। আওয়ামী লীগ প্রার্থী রফিকুল আলম জর্জের আপিল আবেদনের শুনানি শেষে মঙ্গলবার এ রায় ঘোষণা করেন হাইকোর্ট ডিভিশনের চেম্বার জজ ইমান আলী। এ রায়ে হাইকোর্টের দেয়া আদেশ ৬ সপ্তাহের জন্য স্থগিত করে রফিকুল ইসলাম জর্জকে একক প্রার্থী হিসেবে ঘোষনা দেয় চেম্বার বিচারপতি। বিএনপি থেকে মনোনয়নপত্র জমা দেন সারওয়ারুল আবেদীন খোকন ও আওয়ামী লীগ প্রার্থী এবং বর্তমান মেয়র রফিকুল আলম জর্জ। হলফনামায় তথ্য গোপন ও ভুল তথ্য দেয়ার দায়ে গত ৫ ডিসেম্বর রিটার্নিং অফিসার ও মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মফিজুল ইসলাম মেয়র প্রার্থী সারওয়ারুল আবেদীনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। এরপর তিনি আপিল কর্তৃপক্ষ ও চাঁদপুরের জেলা প্রশাসকের কাছে আপিল করেন। শুনানির পর সেখানেও তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। পরবর্তীতে গত ১৩ ডিসেম্বর বিএনপি প্রার্থী খোকন আপিল করলে তার মনোনয়পত্র বৈধ ঘোষণা করে হাইকোট। ওই আদেশ এর বিরুদ্ধে আপিল করা হলে সঙ্গলবার এ রায় দেয় চেম্বার বিচারপতি ।
শিরোনাম:
সোমবার , ৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৫ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।