মতলব উত্তর:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে দু’গ্রামবাসীর মধ্যে সকাল থেকে দফায় দফায় দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষ হয়। সংঘর্ষে ষ্ট্যাম্পভেন্ডার, শিক্ষার্থীসহ অন্তত ১০ জন আহত হয়েছে। মতলব উত্তর থানা পুলিশ চেষ্টায় দুপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে ছেংগাচর বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকলেও ব্যবসায়ী-শিক্ষার্থী, বাজারে আন্তুকসহ দু’গ্রামবাসী আতংকে রয়েছে। এলাকায় থমথমে ভাব বিরাজ করছে।
জানা যায়, ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয়ের শিকিরচর গ্রামের কয়েকজন শিক্ষার্থীর সাথে আদুরভিটি গ্রামের কয়েকজন শিক্ষার্থীর মধ্যে ঝগড়া হয় মঙ্গলবার সকালে বিদ্যালয় ক্যাম্পাসে। ওই ঘটনার জের ধরে গতকাল বুধবার সকালে বিদ্যালয় মাঠে শালিস হওয়ার কথা ছিল। সেই শালিসে সকাল নয়টা আদুরভিটি গ্রামের শিক্ষার্থীরা আসলে শিকিরচর গ্রামের ঐ শিক্ষার্থীরা তাদের উপর হামলা করে। এতে উভয পক্ষের কয়েকজন আহত হয়। এই ঘটনার জের ধরে আদুরভিটি গ্রামের প্রবীণ ব্যাক্তিত্ব সাবেক ইউপি সদস্য, ষ্ট্যাম্প ভেন্ডার চাঁন মিয়া ছেংগারচর পৌরসভা ভবনে অবস্থিত সাব-রেজিষ্ট্রি অফিসে যাওয়ার পথে ছেংগারচর বিশ্ববিদ্যালয় কলেজের সামনে শিকিরচর গ্রামের লোকজন তার উপর হামলা করে গুরুত্বর জখম করে। এই হামলার কথা আদুরভিটি গ্রামবাসী জানতে পেয়ে তারাও ছেংগারচর বাজারের থানা রোডে ঝরো হয়। পরে বাজারে এ নিয়ে শিকিরচর-আদুরভিটি গ্রামবাসীর মধ্যে কয়েক দফা সংঘর্ষ বাধে। সংঘর্ষে ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আদুরভিটি গ্রামের নূরে আলম, আরমান ও ওসমান গণি। শিকিরচর গ্রামের শিক্ষার্থী মুন্না, রাজিব, ব্যবসায়ী জসিমউদ্দিন ও মামুনসহ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। আহত চাঁন মিয়া মতলব উত্তর থানায় অভিযোগ করেছে। ঘটনার পর থেকে বাজারের ব্যবসায়ীরা আতংকিত হয়ে দোকানপাট বন্ধ রাখে। বিক্ষুব্ধরা সড়কের বিভিন্ন ৬ চাকা ট্রলিগাড়িতে হামলা করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এ দিকে বুধবার বিকাল থেকে ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণীর জেএসসি মডেল টেষ্ট ও এসএসসি নির্বাচনী পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষায় শিকিরচর ও আদুরভিটি গ্রামের প্রায় ৩০জন শিক্ষার্থী অংশগ্রহন করেনি ভয়ে ও আতংকে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মো. এরফান জানান, ঘটনার পর দুই গ্রামের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে আলোচনা করা হয়েছে। শনিবার সকালে শালিস বসে মিমাংসা করা হবে। তবে বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।