মতলব উত্তর: মতলব উত্তর উপজেলার ছোট চরকালিয়া আশ্রয়ন প্রকল্পের নব-নির্মিত ব্যারাক গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। কুমিল্লা সেনানিবাসের ২৪ ইস্ট ব্যাঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ শোহরাব হোসেন আনুষ্ঠানিকভাবে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আলী মোঃ সাজ্জাদ হোসেনের নিকট ব্যারাক ও জমির প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরাজিকান্দি ইউনয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান গাজী তোফায়েল হোসেন, ইউপি সদস্য মোঃ সফিক, ওমর আলী প্রধান, বিশিষ্ট ঠিকাদার লোকমান হোসেন, ফখরুল ইসলাম সরকার, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মানসুর আহমেদ, মোঃ মফিজ সরকার, মোঃ ওমর ফারুক, সালাউদ্দিন বেপারী, মোফাজ্জল হোসেন গাজী, মুন্না সরকার, মুকবুল হোসেন প্রমূখ। অনুষ্ঠানে ইউনিয়নের ইউপি সদস্যসহ এলাকার বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এখানে উল্লেখ্য যে, ২৪ ইস্ট ব্যাঙ্গলের রেজিমেন্টের সদস্যদের তত্ত্বাবধানে মেঘনার পশ্চিম পাড়ে ছোট চরকালিয়া চরাঞ্চলে প্রায় ২০একর সম্পত্তির উপর ২শ’ ৬০ পরিবারের জন্য এ ব্যারাকটি নির্মাণ করা হয়।