স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের ছোট সুন্দর এ আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন শেষে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার কমিটির নেতৃবৃন্দরা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম সাইফুল হকের সাথে সৌজন্য সাক্ষাত করে কমিটির পূর্ণাঙ্গ রেজুলেশন কপি বুঝে নেন। উক্ত কমিটিতে সর্বসম্মতি ক্রমে সভাপতি নির্বাচিত হয় বিশিষ্ট চিকিৎসক, রাজনীতিবিদ, রামপুর ইউনিয়নের কৃতি সন্তান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মণির বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপু। কমিটির অন্যান্যরা হলেন দাতা সদস্য (বিনা প্রতিদন্ধিতায়) মোঃ সিরাজুল ইসলাম, অভিভাবক সদস্য (বিনা প্রতিদন্ধিতায়) মোঃ সেলিম পাটওয়ারী, রিপন পাটওয়ারী, মনির হোসেন, মোঃ ইব্রাহীম খলিল, সাধারণ শিক্ষক সদস্য (বিনা প্রতিদন্ধিতায়) আয়েশা আকতার, তাজউদ্দিন আহমেদ, আয়েশা আক্তার পলি, সদস সচিব হিসেবে পদাধিকার বলে প্রধান শিক্ষক হারুন অর রশিদ সহ ১০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
শিরোনাম:
শনিবার , ২৮ মে, ২০২২ খ্রিষ্টাব্দ , ১৪ জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।