চাঁদপুর:
প্রেমে ব্যর্থ হয়ে অভিমান করে ৬ তলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করেও অলৌকিকভাবে বেঁচে গেলেন এক তরুণী। ঘটনাটি ঘটেছে রোববার সন্ধ্যা পৌনে ৭টায় চাঁদপুর শহরের হাজী মহসিন রোডের রোজ গার্ডেন ভিলাতে। ওই তরুণীর বাবা ও তার মা জানান, পাঁচ বছর আগে হার্ট ফাউন্ডেশনে বাবাকে রক্ত দানের সুবাদে তাদের মেয়ের সাথে জনৈক যুবক পারভেজের পরিচয় ঘটে। তারপর থেকে তাদের দু’জনের মাঝে আস্তে আস্তে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পারভেজ আহম্মেদের বাড়ি সিলেট জেলাতে। বর্তমানে সে কাতারে আছে। তাদের দু’জনের গভীর প্রেমের সম্পর্ক পারভেজের বাবা-মা মেনে না নেয়ার কথা শুনে, আমাদের মেয়ে সবার অজান্তে ৬ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে। তাৎক্ষণিক তাকে আমরা প্রিমিয়ার প্রাইভেট হাসপাতালে ভর্তি করেছি। প্রাথমিক চিকিৎসাতে ডাক্তার জানিয়েছেন তার পায়ের একটি হাড় ভেঙ্গে গছে।
জানা যায়, তরুণীর গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর থানায়। ঢাকা সাভারে স্থায়ীভাবে বসবাস করছেন। বাবার চাকুরির সুবাদে চাঁদপুরে হাজী মহসিন রোডের রোজ গার্ডেন ভিলাতে ভাড়া থাকেন।