শাহরাস্তি প্রতিনিধি ॥
আউলিয়ায়ে কেরামের আদর্শ ভিত্তিক ইসলামী সমাজ ব্যবস্থাই আমাদের লক্ষ্য। আলা হযরত ইসলামী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও কাউন্সিল-২০১৬ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১০ টায় শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা থ্রি-স্টার কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। আলা হযরত ইসলামী সমাজকল্যাণ পরিষদের শাহরাস্তি উপজেলা শাখার আহবায়ক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও শেখ ফরিদের উপস্থাপনায় উদ্ভোধক ছিলেন পীরে তরিকত আলহাজ¦ হযরতুল আল্লামা মুফতি আব্দুর রব আলকাদেরী সাহেব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরে তরিকত জননেতা আহালেসুন্নাত ওয়ালজামায়াত কুমিল্লা জেলার সভাপতি গাজী এমএ ওয়াহিদ সাবুরি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পীরে তরিকত আলহাজ¦ হযরত মাওলানা আব্দুল বারী আলতাফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, শাহরাস্তি পৌরসবার প্যানেল মেয়র মোঃ বাহার উদ্দিন বাহার, হোসেনপুর গাইছিয়া হাসেমিয়া সুন্নীয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ¦ হযরতুল আল্লামা মুফতি মাওলানা মোঃ রফিকুল ইসলাম আলকাদেরী, উপজেলা আওয়ামী কৃষকলীগের সভাপতি মোঃ জসিম উদ্দিন পাটওয়ারী। এ সময় আলা হযরত ইসলামী সমাজকল্যাণ পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বলেন – জঙ্গীবাদ মোকাবেলায় জাতীয় ঐক্যের বিকল্প নেই। জঙ্গীবাদ মোকাবেলায় গোড়ায় যে গলদ, তা দূর করতে হবে। ধর্মকে পুঁজি করে যারা সাম্প্রতিক হামলা চালিয়েছে, যারা ইসলাম ধর্মকে কুলসীত করেছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আলেম ওলামা ও পীর মাসায়েখদের।
আলোচনা সভা শেষে আলা হযরত ইসলামী সমাজকল্যাণ পরিষদের শাহরাস্তি উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়। ২১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করে শাহরাস্তি উপজেলা শাখার সভাপতি মোঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবিব ও হাফেজ মাওলানা সাহাদাত হোসেনকে সাঙ্গঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি অনুমোদন দেওয়া হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন মাওলানা মোঃ সায়েদুর রহমান, আহসান হাবিব ও মোঃ বদিউজ্জামান।
মিলাদ মাহফিলে নতুন কমিটির সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবিবের বড় বোন মরহুমা আঞ্জুমা বেগমের মৃত্যুতে তাঁর রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও তাঁর রেখে যাওয়া একমাত্র সন্তান পারজানা আক্তারের মীমের সার্বিক মঙ্গল কামনা করে দেশ ও জাতীর কল্যাণে বিশেষ মুনাজাত করা হয়।