মিজান লিটন ॥
চাঁদপুর শহরে জনতা কতৃক সিএনজি ছিনতাই চক্রের হোতা আটক করে চাঁদপুর মডেল থানায় সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার রাতে শহরের জামতলা নিশিবিল্ডিং এলাকায়। একই সময়ে স্থানিয় জনতা ছিনতাই হওয়া সিএনজি এবং চালককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে। জানাযায়,রোববার রাত ৩টায় মাদ্রাসা ঘাট থেকে যাত্রী নামিয়ে হাইমচর নয়ানী লক্ষিপুর এলাকার মৃত আঃ রশিদ মাঝির ছেলে বাবুল মাঝি শহরের জামতলা নিশিবিল্ডিং এলাকা দিয়ে আসছিলো। এ সময় রাস্তার পাশে একটি মোটর সাইকেল নিয়ে দাড়ানো ৩ যুবক তার সিএনজিটির গতীরোধ করে। যুবকরা জানায় তাটের মোটর সাইকেলের তেল শেষ হয়ে গেছে তাদেরকে একটু লঞ্চঘাটে দিয়ে আসার জন্য। সিএনজি চালক তাদেরকে না নিতে চাইলেও তারা অনেকটা জোর পূর্বক উঠে পরে। এরপর সিএনজি চালককে ভাড়ার টাকার কথা বলে কৌশলে যমুনা রোডের ভিতরে নিয়ে যায়। সেখানে সিএনজি চালককে নাকে মুখে চেপে ধরে একটি পরিত্যাক্ত বাড়ীতে নিয়ে হাত পা বাঁধ দিয়ে ফেলে প্রচন্ড মারধর কওে অনেকটা অচেতন করে ফেলে রাখে। ছিনতাইকারী চক্রের সদস্যরা সিএনজি চালকের সাথে থাকা ১৩‘শ টাকা নিয়ে পাশের কক্ষে গিয়ে ইয়াবা ট্যাবলেড আনে বলে সিএনজি চালক জানায়। একপর্যায়ে সিএনজি চালক বাবুল তার হাতের রশি খুলতে পেরে তার মোব্ইাল থেকে চাঁদপুর সিএনজি ষ্টেন্ডের হাকিমকে তাকে উদ্ধারের জন্য বলে। খবর পেয়ে হাকিম স্টেন্ডের রাজু, আরো ১০-১২ জনকে নিয়ে ঘটনাস্থল থেকে শহরের বিপনি বাগস্থ আরিফুল ইসলাম (২২) নামে একজনকে আটক করে। আটক আরিফ জানায় তার পিতা চাঁদপুর কৃষি ব্যাংকের ম্যানাজার। সে শহরের আল আমিন স্কুলে উচ্চ মাধ্যমিকে ২য় বর্ষের ছাত্র। তার গ্রামের বাড়ী ফরিদগঞ্জ উপজেলার হাসা এলাকায়। তার সাথে এ ছিনতাই কাজে সহয়তায় ছিলো তার বন্ধু রাজিব ও বাবু নামে আরো ২ জন। ছিনতাইকারী চক্রের সদস্য আরিফকে জনতা আটকের পর গন ধোলাই দিয়ে ছিনতাই কাজে ব্যবহৃত মোটর সাইকেলটি সহ চাঁদপুর মডেল থানায় নিয়ে যায়।
শিরোনাম:
মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।