রফিকুল ইসলাম বাবু।
নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন, জনপ্রতিনিধিদের আইনের প্রতি শ্রদ্ধা না থাকলে সমাজে আইনের ব্যবহার সুষ্ঠু হবে না। তাই আপনারা নিজেদের আচরনে এমন কিছু করবেন না যাতে আইনকে অসম্মান বা অশ্রদ্ধা করা হয়। বৃহস্পতিবার বিকেলে চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদ মিলনায়তনে হাইমচর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রার্থী ও কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এসময় নির্বাচন কমিশনার বলেন, কিছু দিন ধরে আমরা দেখছি ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের সংখ্যা কমে যাচ্ছে। এজন্য সুধু একটি বিষয়কে দায়ী করলে হবে না। এজন্য অনেকগুলো বিষয়কে চিহ্নিত করতে হবে। শুধু আইন শৃঙ্খলা বাহিনী একটি সুষ্ঠু পরিবেশ দিলেই যে ভোটাররা আশ^স্থ্য হবে তা কিন্তু নয়। পারিপাশির্^ক অবস্থাটাও কিন্তু ভোটারদের অনুকূলে থাকতে হবে। ভোটারা যেমন সুষ্ঠু পরিবেশে ভোট কেন্দ্রে যাবে, ঠিক তেমন ভাবে ভোট প্রদান করে নিরাপদে বাড়ি যাওয়ার ব্যবস্থাও করে দিতে হবে। জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. হেলাল উদ্দিন খানের পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ। আগামী ১৩ জানুয়ারী হাইমচর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান পদে ৯জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থী প্রদ্বিন্দ্বতা করছেন।