স্টাফ রিপোর্টার: চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান ‘জনপ্রশাসন পদক’-এর জন্যে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। তবে তিনি এ পদক চাঁদপুরে জেলা প্রশাসক থাকাকালীন কর্মকা-ের জন্যে নয়, তিনি যশোর স্থানীয় সরকার উপ-পরিচালকের দায়িত্ব পালনকালে জনসেবা প্রদানে গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ পাচ্ছেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মেদের গত ১৮ জুলাই স্বাক্ষরিত পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়। পত্রে উল্লেখ করা হয়, জেলা পর্যায়ে কারিগরি (ব্যক্তিগত) ক্যাটাগরিতে জনপ্রশাসন পদক ২০১৮-এর জন্যে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন মোঃ মাজেদুর রহমান খান।এই চিঠিতে আরো উল্লেখ করা হয়, আগামী ২৩ জুলাই সোমবার ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস’-এ ওসমানী স্মৃতি মিলনায়তন ঢাকায় আনুষ্ঠানিকভাবে ‘জনপ্রশাসন পদক ২০১৮’ প্রদান করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পদক প্রদান করবেন। তাই ২৩ জুলাই সোমবার সকাল ৮টায় অনুষ্ঠানস্থলে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণের জন্যে অনুরোধ জানানো হয়েছে।