অনলাইন প্রতিবেদক:
ছোট পর্দার জনপ্রিয় মুখ মহিউদ্দিন বাহার গুরুতর অসুস্থ। বর্তমানে লাইফ সাপোর্টে আছেন তিনি। রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক সেন্টারে (বারডেম হাসপাতালে) চিকিৎসাধীন রয়েছেন তিনি। তার চিকিৎসা চলছে ডা. ওমর ফারুকের তত্ত্বাবধানে।
গত ১৩ অক্টোবর হঠাত্ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার বড় ছেলে বাপ্পী শুক্রবার জানিয়েছেন, “বাবার অবস্থা গতকালের চেয়ে খানিকটা ভাল। তবে এখনো তিনি নিবিড় পর্যবেক্ষণেই (আইসিইউ) রয়েছেন। তিনি তার বাবার জন্য সকলে দোয়া কামনা করেন।”
ছোট পর্দার এই হাসিখুশি মানুষটি গত কয়েকদিন ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়লেও অভিনয় শিল্পীদের তেমন কেউই তাকে দেখতে যাননি। অভিভাবক হিসেবে মিডিয়া ব্যক্তিত্ব হানিফ সংকেত সার্বক্ষণিক তার চিকিৎসা কার্যক্রমের তদারকি করছেন।
মহিউদ্দিন বাহার টিভি ও মঞ্চে একাধিক নাটকে অভিনয় করেছেন। এছাড়া তিনি দেশের সবচেয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির একজন নিয়মিত পারফর্মার। অভিনয়ের পাশাপাশি তার নিজের লেখা গ্রন্থও প্রকাশ পেয়েছে বেশ কয়েকটি।