প্রতিনিধি
জনসম্মুখে ধূমপান করায় ১১ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে অর্থ দণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাজিব আহসান। গতকাল ২৮মে বুধবার বেলা ১২ টা থেকে দুপুর ২টা পর্যন্ত চাঁদপুর জজকোর্ট প্রাঙ্গণে মোবাইল কোর্টের মাধ্যমে এ অভিযান চালানো হয়। এ সময় কোর্ট প্রাঙ্গণ এলাকায় জনসম্মুখে ধূমপান করার সময় মোঃ সিরাজ আলী গাজী, আবদুর রাজ্জাক, আকুবুদ্দিন, হেনজু মিয়া, মনির উদ্দিন, শাহিন ও আঃ হামিদ সহ মোট ১১ জনকে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার আইনের ৪ ধারায় ১০০ থেকে সর্বনিম্ন ৫০ টাকা করে নগদ অর্থ দণ্ড দেয়া হয়। এদের মধ্যে ১০ জন ১০০ টাকা করে এবং একজনের কাছে টাকা না থাকায় বিশেষ বিবেচনায় তার কাছে থেকে ৫০ টাকা জরিমানা নেওয়া হয়। প্রকাশ্যে জনসাধারণের সামনে ধূমপান করায় ১১ জন ব্যক্তির কাছ থেকে সর্বমোট ১০৫০ টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাজিব আহসান।
শিরোনাম:
সোমবার , ৪ নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২০ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।