মিজান লিটন
চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনির ৫০তম জন্মবার্ষিকী ছিলো গতকাল ৮ ডিসেম্বর। এ দিন তিনি চাঁদপুরের মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এবং চাঁদপুর সরকারি কলেজে ছাত্রলীগের একটি অনুষ্ঠানে যোগ দিতে চাঁদপুর আসেন। উভয় অনুষ্ঠানেই তাঁকে বিপুলভাবে ফুলেল স্তবক দিয়ে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। প্রথমেই চাঁদপুর সরকারি কলেজ অধ্যক্ষের কক্ষে অধ্যক্ষ প্রফেসর মিহির লাল সাহাসহ শিক্ষক মণ্ডলী তাঁকে ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান। এরপর ছাত্রলীগ নেতৃবৃন্দসহ দীপু মনি তাঁর জন্মদিনের কেক কাটেন। এ সময় ছাত্রলীগের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিজয় মেলা মঞ্চেও তাঁকে বিপুলভাবে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, বিজয় মেলা কর্তৃপক্ষ, সদর উপজেলা আওয়ামী লীগ, জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব মিজানুর রহমান কালু ভূঁইয়ার নেতৃত্বে জেলা যুবলীগ, আওয়ামী আইনজীবী পরিষদসহ আরো বিভিন্ন সংগঠন ও গণ্যমান্য ব্যক্তি ডাঃ দীপু মনিকে ফুলেল শুভেচ্ছা জানান।