প্রেস বিজ্ঞপ্তি
আজ ছারছীনার পীর মুহাম্মদ ছালেহ (রহঃ)-এর ২৪তম মৃত্যুবার্ষিকী
বাংলার জমিনে দ্বীন প্রতিষ্ঠার প্রয়োজনে যারা অকাতরে নিজের জীবন উৎসর্গ করে মানবকল্যাণ সাধন করে ইতিহাসে অমর আসন লাভ করেছেন তাদের মধ্যে অন্যতম প্রসিদ্ধ পীরে কামেল, ধর্ম প্রচারক, সমাজ সংস্কারক, সর্বত্র ত্যাগী, কর্ম বীর ছারছীনা শরীফের পীর মরহুম মুজাদ্দিদে যামান আলহাজ্ব হযরত মাওঃ শাহ্ সুফি আবু জাফর মুহাম্মদ ছালেহ (রহঃ)। এ মহান ব্যক্তি ১৯৯০ সালের ১৩ ফেব্র�য়ারি লাখ কোটি মুরিদানকে শোক সাগরে ভাসিয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…..রাজেউন)। মরহুমের ২৪তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে গৃহীত কর্মসূচির মধ্যে আজ দুপুর ২টায় চাঁদপুর দীনিয়া ক্যাডেট মাদ্রাসায় খতমে কোরআন তেলাওয়াত ও ওয়্যারলেছ মুন্সিবাড়ি রেল গেইট খানকায়ে ছালেহিয়া মোহেব্বিয়া কমপ্লেক্স ময়দানে বাদ আছর থেকে ছালেহ (রহঃ)-এর জীবনী থেকে প্রবন্ধ পাঠ, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এছাড়া ফরিদগঞ্জ চির্কা দারুচ্ছুন্নাত ছালেহিয়া দীনিয়া মাদ্রাসায়হ ছারছীনা ছিলছিলার বিভিন্ন খানকায় মাদ্রাসায় ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ, যুব হিযবুল্লাহ্ ও ছাত্র হিযবুল্লাহর জেলা শাখার সকল নেতৃবৃন্দ এবং সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইকে অনুরোধ জানিয়েছেন জেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি হাজী আব্দুল আহাদ ও সেক্রেটারী মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার।