
কাউন্সিল অধিবেশনের নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন নওগাঁ রাশেদিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আইম জাকারিয়া চৌধুরী। তিনি বলেন, সংগঠনের গঠণতন্ত্র অনুযায়ী উপস্থিত সকলের ঐক্যমতের ভিত্তিতে ৫১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়েছে। এদের মধ্যে পুনরায় সভাপতির পদে নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ ড. একেএম মাহবুবুর রহমান সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওঃ মোঃ মোস্তাফিজুর রহমান খানসহ ৫১ সদস্য বিশিষ্ট একটি জেলা কমিটি ঘোষণা করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রসার অধ্যক্ষ ড. একেএম মাহবুবুর রহমান ও রামপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ এবং সংগঠনের জেলা যুগ্ন সম্পাদক মাওঃ আবু জাফর মোঃ মাঈনুদ্দীনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক ও চাঁদপুর আহমদিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ মোস্তাফিজুর রহমান খান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন জেলা সাংগঠনিক সম্পাদক ও হোছাইনপুর সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ এস এম গোলাম মাওলা, নাতে রাসুল (সাঃ) পরিবেশন করেন জেলা দপ্তর সম্পাদক ও আনোয়ার ইসলাম দাখিল মাদ্রসার সুপার মুফতি জিয়াউদ্দীন খন্দকার। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সহ-সভাপতি ও চান্দ্রা সামাদিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ অনম মহিব্বুল্লাহ, সাংগঠনিক সম্পাদক ও বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ জসিম উদ্দীন, শাহরাস্তি উপজেলা সভাপতি ও ভোলদিঘী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ দেলোয়ার হোসেন, মতলব উত্তর উপজেলা সভাপতি ও ফরাযিকান্দী ওয়াইসিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ আতাউল করিম মুজাহিদ, হাজীগঞ্জ উপজেলা সভাপতি ও রাজারগাঁও ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ আনিছুর রহমান, হাইমচর উপজেলা সাধারণ সম্পাদক ও আলগী বাজার সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ মহিউদ্দীন পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক ও ধানুয়া ছালেহীয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ শরীফ মোঃ তাজাম্মুল হোসেন, মতলব দক্ষিণ উপজেলা সাধারণ সম্পাদক ও মতলব বাজার ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আলাউদ্দীন মিয়া প্রমূখ। উপস্থিত ছিলেন ফরিদঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওঃ মোঃ মমিনুল ইসলাম খান, বদরপুর ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ মিজানুর রহমান সরকার, সন্তোষপুর দারুচ্ছুন্নাত ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আহম সাইফুল্লাহসহ বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ, শিক্ষক ও সংগঠনের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ।
সভায় সভাপতির বক্তব্যে ড. একেএম মাহবুবুর রহমান বলেন, মাদ্রাসা শিক্ষার মাধ্যমে দেশে ইসলামের খেদমত ও দীন প্রচার হচ্ছে। আজকে আমারা যাঁকে সবচে বেশী মনে রাখতে হবে তিনি হলেন মাওঃ এমএ মান্নান। যাঁর অবদানের কারণে আজ শিক্ষকরা ঐক্যবদ্ধ হয়েছে। এ ঐক্য মাদ্রাসা শিক্ষার বিরূদ্ধে সকল ষড়যন্ত্র প্রতিহত করে মাদ্রাসার উন্নয়নে সকলকে কাজ করতে হবে।