শরীফুৃল ইসলাম =
জমেও জমছে না চাঁদপুর শহরের মার্কেট গুলোতে ঈদ বাজার। টানা কয়েকদিনের বৃষ্টি ও ক্রেতাদের উপস্থিতি না থাকায় শহরের মার্কেট গুলোর দোকানে বিক্রী কম। বিগত বছর গুলোতে লক্ষ করা গেছে মার্কেট গুলোতে রমজানের শুরু থেকেই ঈদ বাজার যেমন জমে উঠতো কিন্তু এ বছর সেভাবে জমছে না। শহরের বাজারগুলোতে ব্যাবসায়িরা বিশেষ করে কাপড় ও গার্মেন্টস ব্যাসায়ীরা মালের পসরা সাজিয়ে বসলেও সে অনুযায়ী ভাল বিক্রি হচ্ছে না দোকান গুলোতে। এদিকে ফয়সাল শপিং কমপ্লেস , মীর শপিং , হকার্স মার্কেট , হাকিম প্লাজা , সাউত প্লাজা , ও অন্যান্য মার্কেট গুলোতে গুরে লক্ষ করা গেছে ক্রেতাদের তেমন কোন ভিড় দেখা না গেলেও শহরের ফুটপাতের দোকান গুুলোতে মোটামুটি বেচাকেনা করতে লক্ষ করা গেছে। ফুটপাতের দোকান গুুলোতে অপেক্ষাকৃত দরিদ্র শ্রেনীর লোকজন স্বল্প ও মোটামুটি মানের পোশাক কেনার জন্য এ দোকান গুলোতে আসে। মার্কেটগুলোর মধ্যে হকার্স মার্কেট ও হাকিম প্লাজা টুকিটাকি বিক্রি করতে দেখাগেছে। কিন্তু ক্রেতারা অভিজোগ করে গতবছরের তুলনায় পোশাকের দাম অনেক বেশি। শপিংমোলের দোকানদাররা জনায় , রমজান শুরু থেকেই তেমন কোন ভাল বিক্রি করতে পারিনি , তবে আমরা আশা করছি আগামী সপ্তাহ থেকে ঈদ বাজার পুরোপুরি ভাবে জমে উঠবে।
শিরোনাম:
শনিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৩ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।