জমে উঠেছে চাঁদপুরের বইমেলা। গত দুদিনে বেচা-বিক্রিও হয়েছে যথেষ্ট। বেশি বিক্রি হচ্ছে শিশুতোষ বই। তবে এবারের বইমেলায় স্থানীয় লেখকদের বই বেশি বিক্রি হচ্ছে বলে জানা যায়। দুপুর ৩টা থেকে মেলার কার্যক্রম শুরু হলেও বিকেল ৫টার পর থেকেই মূলত দর্শনার্থীদের ভিড় বেশি দেখা যায়। মেলায় সব বয়সীদের আনাগোনা থাকলেও বই কিনার প্রতি আগ্রহ দেখা যায় স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীদের। তাদের আগ্রহ বেশি বিভিন্ন আইটি-সংক্রান্ত বইয়ের প্রতি।
বেশ কজন দোকানীর সাথে কথা বলে জানা যায়, গত দুদিনে তারা আশানুরূপ বই বিক্রি করতে পেরেছেন। তবে আজ শুক্রবার বন্ধের দিন ও একুশে ফেব্রুয়ারি উপলক্ষে মেলায় দর্শনার্থীদের ব্যাপক সমাগম হবে এবং বইও যথেষ্ট বিক্রি হবে বলে আশা করছেন বিক্রেতা ও মেলা সংশ্লিষ্টরা।
আয়োজকদের পক্ষ থেকে সকল শ্রেণির পাঠকসহ সাধারণ মানুষদের মেলায় এসে বইপড়া কার্যক্রমকে বেগবান করার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে ও পৌরসভার পৃষ্ঠপোষকতায় এবং চাঁদপুর সাহিত্য একাডেমিসহ সমমনা সাহিত্য সংগঠনগুলোর সহায়তায় গত ১৮ ফেব্রুয়ারি ৮ দিনব্যাপী চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে এ বইমেলার আয়োজন করা হয়েছে। প্রায় ৩২টি স্টলে বইসহ নানা শিক্ষাসামগ্রী বিক্রি ও প্রদর্শনী ছাড়াও প্রতিদিন শহীদ মিনার বেদীতে আয়োজিত হচ্ছে কবিতা আবৃত্তি, নাচ, দেশাত্মবোধক গানসহ আলোচনা সভা এবং সৃজনশীল সংস্কৃতিক অনুষ্ঠান।