জরায়ুর পেশির অতিরিক্ত ও অস্বাভাবিক বৃদ্ধির ফলে যে টিউমারটি হতে দেখা যায় তা হলো ফাইব্রয়েড বা সায়োমা। সাধারণত প্রজননক্ষম বয়সে ৩০ বছরের ঊর্ধ্বে নারীদের মধ্যে জরায়ুতে সবচেয়ে বেশি এ ধরনের টিউমার দেখা দেয়। ফাইব্রয়েড এক ধরনের নিরীহ টিউমার, এটি ক্যান্সার নয়।
লক্ষণ :
১. ২৫ শতাংশ ফাইব্রয়েড টিউমার ছোট থাকে এবং কোনো লক্ষণ প্রকাশ করে না।
২. প্রধান লক্ষণগুলোর মধ্যে বেশির ভাগ ক্ষেত্রে মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণ বা অনিয়মিত মাসিক বা তলপেটে ভারী বোধ হওয়া।
৩. তলপেটে চাকা (টিউমার) পরিলক্ষিত হয়, ২৭ থেকে ৪০ শতাংশ ক্ষেত্রে ফাইব্রয়েড বন্ধ্যাত্বের কারণ হয়ে উঠতে পারে।
বিস্তারিত জানার জন্য নিচের লিংকে ক্লিক করুন