জাতিয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪০তম শাহাদাত বার্র্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা কৃষকলীগের আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। শনিবার বিকেলে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সভাপতি ড. মোহাম্মদ শামসুল হক ভুইয়া এমপি। জেলা কৃষকলীগ সভাপতি জয়নাল আবেদীন প্রধানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম হারুন অর রশিদের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আ’লীগ সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, যুগ্ম সাধারণ অ্যাড. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়র আঃ রব ভুইয়া, জেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক অ্যাড. আহসান হাবিব, কেন্দ্রীয় কৃষকলীগ নেতা শাহজাহান চোকদার, জেলা কৃষকলীগ সহ-সভাপতি আঃ ওহাব মিয়া, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন গাজি, সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম নয়ন, জেলা মৎস্যলীগ সভাপতি আঃ মালেক দেওয়ান, পৌর কৃষকলীগ ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস, জেলা কৃষকলীগ সদস্য আলমগীর হোসেন, মোবারক গাজী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ শামসুল হক ভুইয়া এমপি বলেন, আগস্ট মাস শোকের মাস। এই মাসে ১৫তারিখে জাতির জনককে স্বাধীনতা বিরোধীরা হত্যা করেছে। তাই এই আগস্ট মাসকে ষড়যন্তের মাস হিসেবে চিহ্নিত করা হয়েছে। আগস্ট মাস এলে আমাদের সজাগ থাককে হবে। বাংলাদেশ আওয়ামীলীগে কিছু ষড়যন্তকারী অনুপ্রবেশ করেছে। তারা আমাদের পঙ্গু করার ষড়যন্ত করেছে।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু আমাদের আদর্শীক পিতা, আর তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের নেতা। তাঁর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামীলীগ ২০৪১সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। এজন্যই আমাদের সকলকে একত্রীত হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তি শালী করতে হবে। ৪১ সাল পর্যন্ত আওয়ামীলীগকে ক্ষমতায় রাখতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। আমরা বীরের জাতি। এই বীরের জাতি কখনো মাথা মত করতে শিখেনি। সেদিন ৩০লক্ষ মানুষ বঙ্গবন্ধুর নেতৃত্বে এদেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছিলো। আজকে আমাদের প্রতিজ্ঞ হলো, শোককে শক্তিতে পরিনত করে বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার লক্ষে সকলে মিলে কাজ করবো।
শিরোনাম:
রবিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ , ৯ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।