শওকত আলী :
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় পুরস্কার ২০১৪-এর জন্য মনোনীত হয়েছেন। আগামী ৫ নভেম্বর ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে ৪৫তম জাতীয় সমবায় দিবসে প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে তিনি (স্বর্ণপদক) এ পুরস্কার গ্রহণ করবেন। সমবায় সম্পর্কে মেধা, দক্ষতা ও অভিজ্ঞতার জন্যই তাকে সমবায়ের পক্ষ থেকে এ স্বর্ণপদক দেয়া হচ্ছে।
ঢাকা আগারগাঁওয়ের সমবায় অধিদপ্তর নিবন্ধক ও মহাপরিচালক অফিস থেকে মোঃ মফিজুল ইসলাম স্বাক্ষরিত একটি পত্রে আবু নঈম পাটওয়ারী দুলালকে পুরস্কারের বিষয়টি জানানো হয়।