স্টাফ রিপোর্টার ॥
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে শিক্ষা মেলায় সমাপনী দিনে আলোচনা সভা ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
াাজ বিকেলে হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিন ব্যাপী মেলার সমাপনী অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: ইসমাইল হোসেন। তিনি বক্তব্যে বলেন শিক্ষার মান উন্নয়নে শিক্ষকের ভূমিকাই প্রধান। শিক্ষকরা আজ শিক্ষা মেলার মাধ্যমে নিজেদের উদ্ভাবনী শক্তির পরিচয় দিয়েছেন। মান সম্পন্ন শিক্ষা ব্যবস্থা তৈরির লক্ষে আমাদের সকলের নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। মেলায় যে সকল নতুন নতুন প্রজেক্ট দেখানো হয়ছে তা কাজে লাগাতে হবে, তাহলেই তার প্রকৃত ফল পাওয়া যাবে। আলোচনা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা কর্তকর্তা আক্তার হোসেনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ হুমায়ুনের পরিচালনায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা নাজমা বেগম, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মিলনসহ বিভিন্ন উপজেলার শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকরা। আলোচনা সভা শেষে মেলায় প্রজেক্ট প্রদর্শনীতে প্রথম স্থান অধিকারী সদও উপজেলা, দ্বিতীয় স্থান মতলব উত্তর ও তৃতীয় স্থান অধিকারী কচুয়া উপজেলার শিক্ষদে হাতে ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক।