প্রতিবেদক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার ১ম মেধা তালিকা আজ প্রকাশিত হয়েছে। SMS এর মাধ্যমে দুপুর ১২:০০ টা থেকে NUATRoll No টাইপ করে ১৬২২২ নাম্বারে send করে জানা করে ভর্তি পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারে। এছাড়াও বিকাল ৪টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.nu.edu.bd/admissions এ ফলাফল পাওয়া যায়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চাঁদপুরের বেশ কিছু কলেজ থেকে এবার প্রায় ছয় হাজার শিক্ষার্থী এ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছিলো। এর মধ্যে চাঁদপুর সরকারি কলেজে এক হাজার সাত শতাধিক আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ছিলো সাড়ে পাঁচ হাজারের বেশি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্যান্য কলেজ হলো চাঁদপুর সরকারি মহিলা কলেজ, পুরানবাজার ডিগ্রি কলেজ ও ছেংগারচর পৌর কলেজ। চাঁদপুরের যার যার কলেজের আসন অনুযায়ী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ভর্তি হতে পারবেন। কয়েকদিন পরেই জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফলাফলের দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করবে।
উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর শুক্রবার সকাল ১১ টায় সারাদেশে একযোগে প্রায় দুশ কেন্দ্রে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিলো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত কলেজগুলোতে ১ম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তিচ্ছুক ৫ লক্ষ ৩৭ হাজার ৬শ� ৯৬ জন শিক্ষার্থী আবেদন করেছিলো। চাঁদপুরের শিক্ষার্থীরা এবার ৫টি ভেন্যুতে এ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়েছিলো। ভেন্যুগুলো হলো : চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর সরকারি মহিলা কলেজ, পুরানবাজার ডিগ্রি কলেজ, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় ও মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।