বাংলাদেশের বহুল আলোচিত দশম জাতীয় সংসদ নির্বাচনের গেজেট প্রকাশিত হওয়ার পর বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চাঁদপুরের ৫টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সংসদ সদস্য শপথ গ্রহণ করেন। গতকাল ৯ জানুয়ারি সকাল ১০টায় বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদে বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী ও সর্বদলীয় সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অন্যান্য সংসদ সদস্যদের পাশাপাশি চাঁদপুরের সংসদ সদস্যরাও শপথ নিলেন।
জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগের বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং ব্যালটের মাধ্যমে নির্বাচিত সাংসদদের শপথ বাক্য পাঠ করান। জাতীয় সংসদে সদস্য হিসেবে চাঁদপুর-১ (কচুয়া উপজেলা) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর। চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম), চাঁদপুর-৩ ( চাঁদপুর সদর-হাইমচর উপজেলা) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ উপজেলা) আসনে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এবং চাঁদপুর-৫ (হাজীগঞ্জ- শাহরাস্তি) আসনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও মুক্তিযুদ্ধের সেক্টর কমাণ্ডার মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।
শিরোনাম:
শনিবার , ২৬ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।