সাখাওয়াত হোসেন মিথুন- গত ০৩ নভেম্বর কুমিল্লা শহরের স্থানীয় কান্দিরপাড়স্থ কস্তুরী রেস্টুরেন্টে বিকাল ৫ ঘটিকার সময় আলোচনাসভা অনুষ্ঠিত হয়। দীর্ঘ আলোচনার পর কেন্দ্রিয় সাংগঠনিক সচিব মোঃ আবুল বাসার মজুমদারের সুপারিশক্রমে সংস্থার সভাপতি মু. আলতাব হোসেন এর অনুমোদনক্রমে কমিটি গঠিত হয়। যথাক্রমে লুৎফর রহমান পারভেজ কে সভাপতি ও কাজী এনামুল হক ফারম্নক কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট গঠন করা হয়। কমিটি নিম্নরূপ : সভাপতি লুৎফর রহমান পারভজ (কুমিার খবর পত্রিকার সম্পাদক) সিনিয়র সহ-সভাপতি সোয়েবুর রহমান সোয়েব (দৈনিক বিবেক) সহ-সভাপতি অমর মজুমদার (তথ্যপত্র) সাধারণ সম্পাদক কাজী এনামুল হক ফারুক (৭১ টেলিভিশন) যুগ্ন সা: সম্পাদক এম আহসান হাবিব রাহাত (যায়যায় দিন) সহ-সা: সম্পাদক আক্তার হোসেন সাদ্দাম (মুক্তির আলো), শামীম আহম্মেদ (আজকের খবর), সাংগঠনিক সম্পাদক শাহানা হক (ক্রাইম ডায়রী) সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুল হালিম (কুমিল্লার আলো) প্রচার সম্পাদক মহসিন কবির (আমাদের কুমিল্লা) দপ্তর সম্পাদক সেলিম আহম্মেদ (আইন আদেশ আদালত) অর্থ বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন (কুমিল্লার ডাক) ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইমতিয়াজ আহম্মেদ জিতু (আমাদের অর্থনীতি) শিক্ষা ও জনকল্যান সম্পাদক তৌহিদ মাহমুদ অপু (ভোরের কলম) সম্মানিত সদস্য হাবিব মিয়াজি (দৈনিক কুমিল্লার ডাক), আব্দুলস্নাহ্ আল মানসুর (দৈনিক ময়নামতি) কায়েদ আহমেদ চৌধুরী (কুমিলস্নার আলো) এহতাসিম আরেফিন রুমেল (কুমিল্লার আলো) মোঃ বাহার (রূপসী বাংলা), মোঃ মাসুদুর রহমান মাসুদ (মুক্তির আলো), শাহিন আলম (কুমিল্লার খবর), মোঃ নাছির উদ্দিন (দৈনিক কুমিল্লার ডাক) জান্নাতুল ফেরদৌস নুপুর (কুমিল্লার খবর)।
শিরোনাম:
রবিবার , ১৭ জানুয়ারি, ২০২১ খ্রিষ্টাব্দ , ৪ মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।