আগামী ২৮শে ডিসেম্বর শনিবার ঢাকায় জাতীয় সাংবাদিক সংস্থার ১৬তম দ্বি-বার্ষিক প্রতিনিধি সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হবে। মুহম্মদ আলতাফ হোসেনের সভাপতিত্বে গত ৪ঠা জুলাই বৃহস্পতিবার বিকাল ৫টায় সংস্থার স্থায়ী পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মহাসচিব এস এম সিরাজুল ইসলামের প্রস্তাবক্রমে আগামী ২৭শে জুলাই শনিবার ঢাকার ফটোজার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে ইফতার পার্টি আয়োজনেরও সিদ্ধান্ত নেয়া হয় । তাছাড়া আগামী ২৮শে সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে র্যালী ও মানব বন্ধন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মহাসচিবের আর এস ভবন (৬ তলা), ১২০/এ, মতিঝিল বাণিজ্যিক এলাকাস্থ অফিসে অনুষ্ঠিত বৈঠকে বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন লায়ন গনি মিয়া বাবুল, শাহ আমিরুল ইসলাম রুমী, আলম হোসেন, সামসুল আলম জুলফিকার, মো. আলতাফ হোসেন, দিদারুল ইসলাম, আবুল বাসার মজুমদার প্রমুখ। এছাড়া টেলিকনফারেন্সে বৈঠকে অংশ নেন মীর লিয়াকত আলী, সৈয়দ তাজ-উস-শফী, এডভোকেট লুৎফর রাশিদ রানা, আবদুল ওয়াজেদ কচি, নূরুজ্জামান প্রধান, মুকুল খসরু, রতন কুমার রায়, ডা. আলতাফ হোসেন, খান চমন-ই-এলাহি ও শাহজাহান মোল্লা।বৈঠকে সংস্থার সকল শাখাকে কেন্দ্রীয কর্মসূচির আলোকে নিজস্ব কর্মসূচি গ্রহণের পরামর্শ দেয়া হয়।(০৫.০৭.২০১৩)