মতলব উত্তর: বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩২তম শাহাদাতবার্ষিকী পালন করেছে মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি, যুবদর, ছাত্রদল। উত্তর পাঁচআনি জামে সমজিদের সামনে কুরআনখানি, মিলাদ মাহফিল, আলোচনা সভা ও গণভোজ অনুষ্ঠিত হয়। প্রতিকূল আবহাওয়ার মধ্য দিয়ে সকালে কুরআন তেলাওয়াত করেন
গণভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় স্বাধীনতা যুদ্ধে অসামান্য ভূমিকা এবং রাষ্ট্র গঠনে জিয়াউর রহমানের অনন্য কীর্তি আজ পুরো জাতি শ্রদ্ধাভরে স্মরণ করে। শহীদ জিয়ার প্রদর্শিত পথ ও আদর্শকে ধারণ করার মাধ্যমে জাতীয়তাবাদী শক্তিকে সামনে এগিয়ে যাবার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করতে হবে। জিয়ার আদর্শে জাতীয় স্বার্থ গণতন্ত্র রক্ষা ও জনগণের অধিকার নিশ্চিত করতে গণ-ঐক্য গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা বিএনপি নেতা এ্যাড. শহীদুল আলম চন্দন, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ, আলাউদ্দিন খান, ছেংগারচর পৌর বিএনপির সভাপতি খোরশেদ আলম মোলা, সাধারন সম্পাদক সারোয়ার“ল আবেদীন খোকন, উপজেলা বিএনপি নেতা তোফায়েল আহম্মেদ, উপজেলা যুবদলের সভাপতি মিয়া মঞ্জুর আমিন স্বপন, সাধারন সম্পাদক আমির হোসেন আমু, যুবদল নেতা নুরুজ্জামান নিপু, মোহনপুর ইউনিয়ন যুবদলের সভাপতি নজরুল ইসলাম কালু, মোহনপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আলী আকবর অপু, যুবদলের যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন মুন্সি, যবদলের সাধারন সম্পাদক শামসুল আলম, সহ-সভপতি ছাইম সরকার, যুগ্ম সম্পাদক আলম সরকার, সাংগঠনিক সম্পাদক মাহাবুব গাজী, ছাত্রদল নেতা আরিফ উলাহ, আলী আকবর, মেরাজুল ইসলাম রকিব, সাদ্দাম মুন্সি, রবিন ও সৈকত প্রমূখ ।
শিরোনাম:
মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।