স্টাফ রিপোর্টার
১লা জানুয়ারি থেকে বাড়ছে গ্যাস ও বিদ্যুতের দাম। ডিসেম্বরে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ সংক্রান্ত এক গণ-শুনানির আয়োজন করবে। বিইআরসির সদস্য ড. সেলিম মাহমুদ এ তথ্য জানিয়েছেন। রোববার তিনি মানবজমিনকে বলেন, গ্যাস ও বিদ্যুতের নতুন দাম নির্ধারণে ডিসেম্বরে গণশুনানি হবে। এর পর ১লা জানুয়ারি থেকে নতুন মূল্যতালিকা কার্যকর হবে। এর আগে গত ১৪ই অক্টোবর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব বাংলাদেশ এনার্জি বিইআরসির কাছে জমা দিয়েছে। এ নিয়ে বর্তমান সরকার ২০০৯ থেকে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্য সাতবার আর পাইকারি পর্যায়ে ৬ দফায় বৃদ্ধি করে। এবার পিডিবি বিদ্যুতের পাইকারি দাম ১৮ দশমিক ১২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করেছে। প্রস্তাব অনুযায়ী দাম বাড়লে প্রতি ইউনিট ৪ দশমিক ৭০ টাকা থেকে বেড়ে ৫ দশমিক ৫১ টাকা হবে। আর ৩০শে অক্টোবর গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব দেয় পেট্রোবাংলা। সরকারের গত মেয়াদে গ্যাসের (সিএনজি) দাম বাড়ানো হয় দু’বার। সব ধরনের গ্যাসের দাম বাড়বে। এর মধ্যে সবচেয়ে বেশি বাড়বে আবাসিক খাতের গ্যাসের দাম। আবাসিক খাতে দুই চুলার ক্ষেত্রে দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে সর্বোচ্চ ১২২ দশমিক ২২ শতাংশ। সূত্র জানায়, আবাসিক খাতে দুই চুলার গ্যাসের বর্তমান দাম ৪৫০ থেকে বাড়িয়ে ১০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। সিএনজি খাতে গ্যাসের প্রতি হাজার ঘনফুটের দাম এখন ৬৫১ টাকা ২৯ পয়সা। তা বাড়িয়ে ৯০৫ টাকা ৯২ পয়সা করার প্রস্তাব করা হয়েছে। চা-বাগানে ব্যবহৃত গ্যাসের বর্তমান দাম ১৬৫ টাকা ৯১ পয়সা। বিদ্যুৎ উৎপাদনে যে গ্যাস দেয়া হয় বর্তমানে এর মূল্য প্রতি ১০০০ ঘনফুট গ্যাসের দাম ৭৯ দশমিক ৮২ টাকা। তা বাড়িয়ে ৮৪ টাকার প্রস্তাব করা হয়েছে। সার উৎপাদনে বর্তমানে প্রতি হাজার ঘনফুট গ্যাসের দাম ৭২ দশমিক ৯২ টাকা। তা বৃদ্ধি করে ৮০ টাকার প্রস্তাব করা হয়েছে।
শিরোনাম:
শুক্রবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।