স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুরে হোমিও চিকিৎসার নামে জান্নাত হোমিও ইন্টন্যশনাল ক্লিনিক এর হোমিও কথিত ডাক্তার শরীফ মোঃ রুহুল আমিন চালাচ্ছে অভিনব কায়দায় প্রতারনা। তার বিরুদ্ধে অভিযোগের প্রক্ষিতে ভ্রাম্যমান আদালত অনিদৃষ্টকালের জন্য ক্লিনিক বন্ধ করে দিয়েছেন।
গত সমবার চাঁদপুরের নিরর্বাহী মেজিষ্ট্রেট আব্দুল্লাহ সাদিদ ও রাসেদ কামাল এর যৌথ অভিযানে চাঁদপুর বাসষ্টেশনস্থ ফয়সাল শপিং কমপ্লেক্্র এর নীচতলায় জান্নাত হোমিও ইন্টঃ ক্লিনিকের কথিত ডাক্তার শরীফ মোঃ নূরুল আমিন তার ড্রাগলাইসেন্স ও রেজিষ্ট্রেশানসহ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেনি বলে তার জান্নাত হোমিও ইন্টন্যশনাল ক্লিনিক কার্যক্রম বন্ধ করা হয়েছে।
জানাযায়, জান্নাত হোমিও ক্লিনিক ডাক্তার শরীফ মোঃ রুহুল আমিন হোমিও চেম্বার শহরের বিভিন্ন স্থানে দিয়ে সাধারন মানুষের সঙ্গে দীর্ঘ দিন যাবত প্রতারনা করে আসছে, এই জান্নাত হোমিও হল ছিলো চেয়ারম্যানঘাট,ব্যাংক কলোনী, বিপনীবাগ পৌরসভা মার্কেটএ তারপর বর্তমান ফয়সাল মার্কেটএ চিকিৎসা চালিয়ে আসছে।সে জেলার বিভিন্ন উপজেলায় নামে-বেনামে বিভিন্ন স্পটে গড়ে তুলেছে চিকিৎসা কেন্দ্র। তার নেই কোনো একাডেমিক স্বীকৃতি, নেই কোন রেজিস্ট্রেশান ও ড্রাগ লাইসেন্স। কথিত এ ডাক্তার শরীফ মোঃ নুরুল আমিনের কাছে জেলার সাধারন সরলমনা মানুষ চিকিৎসা নিতে এসে প্রতারণার শিকার হচ্ছে অধিকাংশ রোগী। কথিত চিকিৎসা কেন্দ্রে যৌনরোগ, পাইলস, সহ জটিল-কঠিন বহুবিধ রোগের কথা বলে প্রতারিত করা হচ্ছে বলে বিস্তর অভিযোগ উঠেছে।
এছাড়া নারীদের স্তনের সৌর্ন্দয বৃদ্ধি বা সন্তান লাভের নামে অসামাজিক কার্যকলাপ, মোটা তাজা কিংবা স্লিম বানিয়ে দেয়ার কথা বলে বিভিন্ন রকমের ওষুধ দিয়ে প্রতারনা করে চলছে হরহামেশা। শুধু তাই নয়, গর্ভপাত ঘটানোসহ ভয়ংকর অভিযোগ উঠছে কথিত শরীফ মোঃ রুহুল আমিন এর বিরুদ্ধে।
অভিযোগে আরো জানাযায়, ভূয়া ডাক্তার শরীফ মোঃ রুহুল আমিন হোমিওপ্যাথি জাল ডি.এইচ.এম.এস ডিগ্রীর সার্টিফিকেট দিয়ে নামের পূর্বে ডাঃ ব্যবহার করে দাপটের সাথে হোমিও ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন। চিকিৎসা করে রোগীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন।সে রোগীদের পাইলস এর মত জটিল রোগ ৩/৪ দিনে আরোগ্য করবে বলে ১৫/২০ হাজার টাকায় চুক্তিভিত্তিক গ্যারান্টিসহ চিকিৎসা করে তার প্রতারনার শিকার হয়ে রোগীরা দিশেহারা হয়ে পড়েছেন।
সম্প্রতি এক মহিলা রোগকে পাইলস চিকিৎসার কথা বলে ২০হাজার টাকা চুক্তভিত্তিক চিকিৎসা করে এখন সে রোগীর রোগ মুক্তিতো দুরের কথা রোগ আরো বৃদ্ধি পেয়ে তার মলদ্বার বের হয়ে এসেছে, সে মহিলা রোগী বর্তমানে জীবন মৃত্যুর সন্ধিক্ষনে ঢাকাতে চিকিৎসাধীন আছে।নাকের পলিপাস ও টিউমার এর চিকিৎসা ৫ দিনে ভালো করবে বলে রোগীদের সঙ্গে ৫থেকে ১০হাজার টাকা চুক্তিতে চিকিৎসা করে কথিত ভুয়া ডাক্তার শরীফ মোঃ রুহুল আমিন।তার এ চিকিৎসার কথা চাঁদপুরের ডিসলাইনে ২৪ঘন্টা চুক্তিতে প্রচার করছে ক্যাবল নেটওয়ার্ক কর্তৃপক্ষ আর এ প্রচার দেখে প্রতারিত হচ্ছে সাধারন মানুষ।
হোমিওপ্যাথিক ডি.এইচ.এম.এস ডিগ্রী ও ড্রাগ লাইসেন্স বিহীন হোমিও চিকিৎসা করে রোগীদের কাছ থেকে প্রতিদিন হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন। কথিত ভুয়া ডাক্তার শরীফ মোঃ রুহুল আমিন
তার এ প্রতারনা ব্যবসায় সহযোগিতা করার কারণে তার কাছ থেকে স্থানীয় সাংবাদিক ও প্রশাসনের কতিপয় ব্যাক্তি মাসিক চাঁদা নিয়ে থাকে।
এভাবে চলছে জান্নাত হোমিও ক্লিনিকের হোমিও চিকিৎসার নামে অর্থ বাণিজ্য।
এ প্রতারক চিকিৎসকের বিরুদ্ধে জনস্বার্থে সংশ্লিষ্ট প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে দৃঢ় আশাবাদী।