বিশেষ প্রতিনিধি।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী ও চাঁদপুর (১) কচুয়া আসনের এমপি, কচুয়া উন্নয়নের রুপকার, জননন্দিত নেতা ড. মহীউদ্দীন খাঁন আলমগীর গত ২৭ জুলাই জাপানে আগমন উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ জাপান এর সাবেক সফল সহ- সভাপতি বর্তমান আহ্বায়ক কমিটির সিনিয়র- সদস্য কচুয়ার কৃতিসন্তান বিশিষ্ট সমাজ সেবক,শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার জসীম উদ্দীন এবং তাঁর সহধর্মীনিও বাংলাদেশ আওয়ামী মহিলা লীগ জাপান এর আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ন- আহ্বায়ক রোজিনা জসীম এর উদ্যোগে জাপান আওয়ামীলীগের সাবেক সভাপতি বর্তমান আহবায়ক কমিটির আহবায়ক সামছুল আলম ভূট্টো ,সাবেক সাধারন সম্পাদক , ও সভাপতি ,বর্তমান আহবায়ক কমিটির সন্মানিত যুগ্ন আহবায়ক মাজহারুল ইসলাম মাসুম , আহবায়ক কমিটির সন্মানিত সদস্য এমডি আলাউদ্দিন ও জাপান আওয়ামীলী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের সংঙ্গে নিয়ে জাপান টোকিও নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোটে তাকে ফুলেল তোরন দিয়া শুভেচ্ছাও অভিনন্দন জানান। এই সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জাপান যুবলীগ সভাপতি বিএম শাহজাহান ,সাধারন সম্পাদক মীর হোসেন মিলন, সহ সভাপতি জয় ইসলাম, সহ সভাপতি তোফায়েল আহমেদ, সেচছাসেবক লীগের সংগ্রামী সভাপতি নুরুল আমিন রনি, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোহাম্মদ সোলায়েমান জুয়েল, জাপান মহিলালীগ আহবায়ক কমিটির আহবায়ক লাভলী মোস্তফা ও সিনিয়র যুগন আহবায়ক রোজিনা জসীম , জাপান ছাত্রলীগ নেতা সুমন্ত মজুমদার ,রুবেল মিয়া, জাহিদ হাসান পাটওয়ারী ও রাজীব রক্ষিত প্রমুখ ।