স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মো. শাহআলম মিজির পিতার মৃত্যুবার্ষিকী উপলে গতকাল শহরের ৭নং ওয়ার্ডস্থ মাদ্রাসা রোড সম্মুখে বাইতুন নূর জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষক পার্টির সভাপতি মমতাজ উদ্দিন মণ্টু গাজী, শহর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম খান, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব ইব্রাহিম দেওয়ান স্বপন, জেলা জাতীয় পার্টির যুব বিষয়ক সম্পাদক মো. ফেরদৌস খান, ৭নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম, শহর জাতীয় পার্টির সহ-প্রচার সম্পাদক মো. সেলিম, শহর স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মো. হাবিব। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সভাপতি জয়নাল আবেদিন সর্দার, বাইতুন নূর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার গাজী, মৎস্যজীবী নেতা ও সাংবাদিক শাহ আলম মল্লিক। মিলাদ পরিচালনা করেন বাইতুন নূর জামে মসজিদের খতিব মাও. জয়নাল আবেদিন। মরহুমের রুহের মাগফেরাত ও সকল মমিন মুসলমানের মঙ্গল কামনায় মোনাজাত পরিচালনা করেন জিলানী জামে মসজিদের খতিব হাফেজ মাও. মো. ওবায়দুল্লাহ।
শিরোনাম:
শুক্রবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।