চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে ঢিলেঢালা ভাবে জামায়াতের ডাকা হরতাল পালিত হয়েছে। সকাল ৭টায় শহরের ইলিশ চত্তর ও জেএম সেন গুপ্তরোড এলাকায় পিকেটাররা রাস্তায় টায়ার জ্বালিয়ে সটকে পড়ে। এ ছাড়াও সকালে সহিংসতার সন্দেহে হাজীগঞ্জ ও মতলব থেকে দুই শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।
সকাল থেকে রাজপথে জামায়াত শিবিরের কোনো নেতা কর্মীর অবস্থান কিংবা মিছিল করতে দেখা যায় নি। তবে দুপুরে শ হরের কোট ষ্টেশন থেকে একটি মি ছিলল বের করে হরতার সমর্থনকারীরা। এ দিকে লঞ্চ ও ট্রেণ চলালচল স্বাভাবিক থাকলেও দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ ছিলো। বেলা বাড়ার সাথে সাথে দোকান পাট খুলতে শুরু করে। এছাড়া কোথাও কোনো প্রকার অপ্রপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি। পুলিশি টহল ছিলো জোরদার ।
চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর জানান, পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এছাড়া ইতোমধ্যে দুই শিবির কর্মীকে আটক করা হয়েছে।