প্রতিনিধি
কচুয়া থানার জি আর মামলা নং ১০১/১০ এর বিচারিক আদালত পরিবর্তনের কারণে চাঁদপুর জেলা দায়রা জজ আদালতে জামিন নিলেন কচুয়ার কৃতি সন্তান, সাবেক সফল শিক্ষাপ্রতিমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নির্বাহী কমিটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও কচুয়া উপজেলা বিএনপি’র সম্মানিত সভাপতি জনাব আ.ন.ম. এহছানুল হক মিলন। আজ মঙ্গলবার সকালে তিনি জামিন নিতে কচুয়া যান।
মিলন বলেন, ২০০৯ সালে আওয়ামী নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর থেকেই আমি, আমার স্ত্রী ও কচুয়া উপজেলা বিএনপি’র সদস্য মিসেস নাজমুন নাহার বেবী এবং তার নির্বাচনী এলাকার অসংখ্য নেতাকর্মীকে জড়িয়ে এ পর্যন্ত ৩৬টি মামলা দায়ের করে। এছাড়া কচুয়া বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর হাজার হাজার নেতাকর্মীদের বিরুদ্ধে এ পর্যন্ত প্রায় দু’শতাধিক মামলা দায়ের করা হয়। একের পর এক মামলায় হাজার হাজার নেতাকর্মীরা আজ বসতভিটা ছাড়া, নিঃস্ব হয়ে অনিশ্চিত জীবনযাপন করছে।