স্টাফ রিপোর্টার ঃ চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহ্তলী জিলানী চিশতী কলেজ শিক্ষকদের সাথে মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ০১ জানুয়ারী রোজ সোমবার দুপুর ১.০০টায় জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কলেজ গভনিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
মতবিনিময় সভায় কলেজ গভনিং বডির চেয়ারম্যান সোহেল রুশদী বলেন ,শিক্ষার মান বাড়াতে হলে শিক্ষক অভিভাবক সকলে সচেতন হতে হবে। শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করতে হবে। ছাত্র-ছাত্রীদের পড়াশুনার বিষয়ে শিক্ষকরা অভিভাবকদের অবগত করতে হবে। প্রতিটি শিক্ষার্থীকে মনিটরিং এর মধ্যে রাখতে হবে। সাপ্তাহিক ও মাসিক টিউটরিয়াল পরীক্ষা নিয়ে ছাত্র-ছাত্রীদের পড়াশুনার অগ্রগতি সম্পর্কে অভিভাবক ও গভর্নিং বডিকে জানাতে হবে। এ ছাড়াও কলেজের বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পর্কে শিক্ষকদের সাথে আলোচনা করেন।
এ সময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কলেজের সহকারি অধ্যাপক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সাহেরা আক্তার, শিক্ষক প্রতিনিধি ও সহকারি অধ্যাপক ভূগোল গোলাম সারওয়ার, সহকারি অধ্যাপক বাংলা আলেয়া চৌধুরী, সহকারি অধ্যাপক কৃষি মো: কামরুল হাসান, গভনিং বডির শিক্ষক প্রতিনিধি ও প্রভাষক তথ্য যোগাযোগ প্রযুক্তি নুরুন্নাহার বেগম মুক্তা, গভনিং বডির শিক্ষক প্রতিনিধি ও প্রভাষক সমাজকর্ম মুহাম্মদ নুরুল বাতেন, প্রভাষক যুক্তিবিদ্যা শামীমা বেগম, প্রভাষক ইসলাম শিক্ষা মাও. ছোহাইল আহমাদ চিশতী, প্রভাষক অর্থনীতি ফারজানা আক্তার, প্রভাষক ব্যবসায় সংগঠন জিয়াউর রহমান, প্রভাষক পদার্থ বিজ্ঞান মো: হানিফ মিয়া, প্রভাষক ইংরেজী মো; জহিরুল ইসলাম খান মুরাদ, প্রভাষক হিসাব বিজ্ঞান মো: মানিক মিয়া, প্রভাষক জীব বিজ্ঞান মো: হাবিবুর রহমান, প্রভাষক রসায়ন মো: মাহবুবুর রহমান, প্রভাষক উচ্চতর গনিত মো: শাহাদাৎ হোসেন, প্রদর্শক জীববিজ্ঞান মো: মুঞ্জুর হোসেন পাটওয়ারী, শরীরচর্চা শিক্ষক হালিমা আক্তার, সহকারি লাইব্রেরীয়ান নাছরীন আক্তার, কম্পিউটার অপারেটর মো: রানা সরকার, অফিস সহকারি মো: মেহেদী হাসান।
মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য রাখেন জিলানী চিশতী কলেজ এর অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
মতবিনিময় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন জিলানী চিশতী কলেজের ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী।