বৃহত্তর কুমিল্লার ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ ফাউন্ডেশনের উদ্যোগে ২৮ জুলাই ২০১৩ রোববার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে চাঁদপুর-কুমিল্লা-ব্রাক্ষ্মবাড়ীয়ার ২০১৩ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ পাওয়া ৮০ জন ছাত্রছাত্রী ও রত্নগর্ভা মা এবং গুনীজন সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি।
মফস্বল সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক আমারদেশ’র মতলব উত্তর প্রতিনিধি ও দৈনিক চাঁদপুরকণ্ঠ’র মতলব উত্তর ব্যুরো ইনচার্জ মাহবুব আলম লাভলুকে সম্মাননা পদক প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের সিভিল এন্ড এনভারমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম, বিএসটিএমপিআই এর প্রেসিডেন্ট আজিজুল হক, ঢাকা ইন্স্যুরেন্স এর এমডি একিউএম ওয়াজেদ আলী, ঢাকা পাবলিক কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল, গ্রামীণ ফোন লিমিটেড এর পরিচালক (ফিন্যান্স) মাইনুর রহমান ভূঁইয়া, জাতীয় পুরস্কারপ্রাপ্ত গীতিকার কবির বকুল, কসমিক গ্রুপের চেয়ারম্যান নূরুল আলম শাহীন ও সংগঠনের সাধারন সম্পাদক লায়ন মোঃ মফিজুর রহমান খান বাবু সহ অন্যান্য নেতৃবৃন্দ।